মৃত্যু হলো এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ কটকের রুদ্র হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে ভানু বাগের মৃতদেহ আনার উদ্যোগ শুরু করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেফাজতে নেওয়া হবে। আর এক মূল অভিযুক্ত ভানুর ভাইপো ইতিমধ্যেই হেফাজতে রয়েছে। তাঁকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার পর রাত ২টো নাগাদ ভানুকে হাসপাতালে নিয়ে যান তাঁর আত্মীয়েরা। সেই সময় তাঁর মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর দগ্ধ ছিল। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ এই আঘাতের কারণ জিজ্ঞেস করলে ভানুর আত্মীয়রা জানান গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে। তাঁরা জানান, স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে রান্নার তদারকি করছিলেন ভানু। সেখানেই সিলিন্ডার বিস্ফোরণে তিনি জখম হয়েছেন। তাঁরা ওড়িশার বালেশ্বরের ঠিকানা থাকা একটি আধার কার্ডও দেখায় হাসপাতাল কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার এই হাসপাতালেই চিকিৎসা চলাকালীন ভানু বাগের সন্ধান পান সিআইডি। আটক করা হয় তাঁর ভাই এবং ভাইপোকে। মৃত্যুর আগে ভানুর জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে সিআইডি সূত্রে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন