WB BJP: 'শুভেন্দু থাকলে বিজেপির পতন আসন্ন' - দল ছাড়লেন বিজেপির হাওড়া জেলার যুব সভাপতি

তিনি বলেন - 'শুভেন্দু অধিকারী নিজে বিশ্বাসঘাতক। তিনি আমাদের হাওড়ার নেতা-কর্মীদের অপমান করেছেন। শুভেন্দুর মতো লোক দলে থাকলে বিজেপির পতন আসন্ন। দল ছাড়ার আগে এই বলে গেলাম।'
শুভেন্দু অধিকারী , অমিত ভট্টাচার্য
শুভেন্দু অধিকারী , অমিত ভট্টাচার্যফাইল চিত্র - সংগৃহীত
Published on

বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্তর্কোন্দল আরও একবার প্রকাশ্যে। এবার সরাসরি অভিযোগের আঙুল উঠল নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগ তুললেন হাওড়ার বিজেপির যুব সভাপতি অমিত ভট্টাচার্য। পাশাপাশি দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একটা অংশের দিকে আঙুল তুলে আর একটা বড় অংশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। দ্বিতীয় ভাগের এই অংশ ক্রমশই শক্তিশালী হচ্ছে। প্রায়দিনই কোনও না কোনও বিজেপি নেতা বিক্ষুব্ধদের তালিকায় নাম লেখাচ্ছেন। এবার অমিত ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারীকে তুলনা করে বিরোধী দলনেতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন।বিজেপির রাজ্যস্তরের ক্ষোভ ছড়াচ্ছে জেলাস্তরে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে পদ পাওয়া নিয়ে দলের কোন্দল বেশ বড় আকার নিয়েছে। একইভাবে বিক্ষুব্ধদের সেই ক্ষোভের আঁচ পড়ল হাওড়া সদর জেলা বিজেপির অন্দরে। হাওড়ায় বিজেপির জেলা কমিটি ঘোষিত হয়েছে শুক্রবার। তারপরেই ক্ষোভ বেড়েছে। অভিযোগ সেই একই।

যাঁরা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া হয়েছে। যাঁরা আদি বিজেপি, তাঁদের সেভাবে কোনও পদ দেওয়া হয়নি। তা নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপির নতুন জেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যুব নেতা অমিত ভট্টাচার্য। পাশাপাশি নয়া কমিটিতে গোবিন্দ হাজরা নামে এক নেতার অন্তর্ভুক্তিও দলের কর্মীদের ক্ষোভের কারণ হয়ে উঠেছে।

তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনেই দলের আদি কর্মীদের বাদ দিয়ে নতুন জেলা সভাপতির অনুগামীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। বলেন, 'শুভেন্দু অধিকারী নিজে বিশ্বাসঘাতক। তিনি আমাদের হাওড়ার নেতা-কর্মীদের অপমান করেছেন। শুভেন্দুর মতো লোক দলে থাকলে বিজেপির পতন আসন্ন। দল ছাড়ার আগে এই বলে গেলাম।' শুভেন্দুর দিকে আঙুল তুলে বলেন, 'বিশ্বাসঘাতকরা থাকলে দলের উন্নতি সম্ভব নয়।'

দলত্যাগী এই নেতা বলেন, 'শুভেন্দু অধিকারী তৃণমূলে অধিকারী সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন। না পেরে বিজেপিতে অনুগামীদের সাম্রাজ্য তৈরির চেষ্টা করছেন। বিজেপি ফিন্যান্স কমিটি, তোলাবাজ কমিটি হয়ে গিয়েছে। মূলে রাজ্যের বিরোধী দলনেতা। এভাবে চললে জেলার সব কর্মীরা শুভেন্দুকে তাড়ানোর স্লোগান দেবেন।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in