WB BJP: মায়ের কোল খালি করে দেব - পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেন, বিজেপির গাড়ি আটকাতে এসো না। আর যদি আসো তাহলে লাইফ ইনসিওরেন্স করে আসবে। পরিবার যেন টাকাটা পায়।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ ফাইল ছবি
Published on

ফের বেলাগাম বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সভা থেকে তৃণমূল কর্মীদের গাড়ির নিচে পিষে মারার হুমকি দিলেন তিনি। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজ্য-রাজনীতি।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে শাসক দলের দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে বেহাল দশা, বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা ও অত্যাচারের প্রতিবাদে একটি সভা করে বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'আমাদের 'গো ব্যাক' বললে খুব সবাধান। খবরদার কিন্তু আর কোনোদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর দিয়ে চলে গেলে বাবা মায়ের কোল খালি হয়ে যাবে। বিজেপির গাড়ি আটকাতে এসো না। আর যদি আসো তাহলে লাইফ ইনসিওরেন্স করে আসবে। পরিবার যেন টাকাটা পায়।'

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে এখন কাজ নেই, রেশন নেই। কেন্দ্র থেকে সব থেকে বেশি টাকা এই রাজ্যে পাঠানো হত। সব টাকা লুঠ করে নিয়েছে তৃণমূল। রেশনও সবাই ঠিকভাবে পায় না। ৬২ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। আর হাজার হাজার কোটি টাকা তৃণমূল নেতাদের বাড়িতে চলে যাচ্ছে। ১০০ দিনের কাজের টাকাও চুরি করেছে। কেন্দ্র থেকে টাকা পাঠানো হচ্ছে আর তৃণমূলের নেতারা ভাগ করে সেগুলো খাচ্ছে। তাই আগে কেন্দ্রকে এই টাকার হিসেব দিতে হবে। তবেই টাকা পাবে রাজ্য।'

কিছু দিন আগেই নারায়ণ গড়ের বেলদায় তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘তোদের (তৃণমূল কর্মী) বুকে পা দেবো। পঞ্চায়েতে সব চুরি করেছে। জিভ টেনে ছিঁড়ে নেব।'

দিলীপ ঘোষ
জেল মিউজিয়ামের রেস্তোরাঁয় স্বাধীনতা সংগ্রামীদের নামে মেনুকার্ড! নিন্দায় সরব ইতিহাসবিদরা
দিলীপ ঘোষ
RBU: জোড়াসাঁকো ক্যাম্পাসের হেরিটেজ ভবন ভেঙে 'তৃণমূলের দফতর' নির্মাণ! হাইকোর্টে ধাক্কা রাজ্যের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in