ব্যাগ ভর্তি গুলি বিক্রি করতে এসে অশোকনগরে গ্রেফতার BJP নেতা

যদিও বিজেপি নেতার দাবি তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সেনডাঙ্গা এলাকায় বেশ খারাপ ফল হয়েছে তৃণমূলের। সেই কারণেই প্রতিশোধ নিতে পুলিশকে দিয়ে ফাঁসানো হয়েছে তাঁকে।
উদ্ধার হওয়া গুলি এবং দুই ধৃত
উদ্ধার হওয়া গুলি এবং দুই ধৃতছবি নিজস্ব
Published on

ব্যাগ ভর্তি গুলি বিক্রি করতে এসে গ্রেফতার হলেন দুজন। ধৃতদের মধ্যে একজন বিজেপি নেতা বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায় অশোকনগর সেনডাঙার বাসিন্দা বিজেপি নেতা বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর শনিবার রাতে ৪০ রাউন্ড গুলি নিয়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় আসেন। বাইকে করে এসেছিলেন দুজন। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই এলাকা ঘিরে রেখেছিলেন মসলন্দপুর ফাঁড়ির অফিসার রাখহরি ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল। দু'জনকেই হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ৪০ রাউন্ড গুলিই বাজেয়াপ্ত করা হয়েছে। পাচার করার উদ্দেশ্যেই গুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের। ধৃতদের রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়।

যদিও বিজেপি নেতার দাবি তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সেনডাঙ্গা এলাকায় বেশ খারাপ ফল হয়েছে তৃণমূলের। সেই কারণেই প্রতিশোধ নিতে পুলিশকে দিয়ে ফাঁসানো হয়েছে তাঁকে। স্থানীয় বিজেপি নেতৃত্বও এই অভিযোগ করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের দাবি, এলাকায় অশান্তি পাকানোর উদ্দেশ্যে গুলি আনা হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উদ্ধার হওয়া গুলি এবং দুই ধৃত
Partha Chatterjee: বন্দিমুক্তি আন্দোলনকারীরা কোথায়? - এক বছর পরেও মুক্তি না পেয়ে ক্ষোভ পার্থর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in