পঞ্চায়েত ভোটের স্মৃতি ফিরে এলো পুরভোটে। বুথের মধ্যে মহিলা প্রার্থীর শাড়ি খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে।
রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ৩৮৯ নম্বর বুথে নির্দল প্রার্থী মহুয়া দাসের শাড়ি খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রার্থীর অভিযোগ, বহিরাগতরা বুথে ঢুকে ভোট লুঠ করার চেষ্টা করছিল। তিনি বাধা দিলে তাঁর ওপর হামলা হয়। শাড়ির আঁচল ধরে টেনে খুলে দেওয়ার চেষ্টা করা হয়।
সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন বহিরাগতদের দ্বারা। বেশ কয়েকজন সাংবাদিক এই ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ ছবি তুলতে ও খবর সংগ্রহ করতে এই বুথে যান। নির্দল প্রার্থী সাংবাদিকদের সামনে কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা করার সময় সাংবাদিকদের ক্যামেরা কেড়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলেও অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ওয়ার্ডের অন্যান্য বুথেও ছাপ্পা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় হুগলির গোঘাটে এক মহিলা বাম কর্মীকে মারধর করে তাঁর শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন