গণনার আগে আমডাঙায় ২ CPIM প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমডাঙার চণ্ডীগড় এলাকার ৫৭ নম্বর বুথে কুতুবুদ্দিন নামক এক সিপিআইএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গণনার আগে আমডাঙায় ২ CPIM প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
প্রতীকী ছবি
Published on

আমডাঙায় ২ সিপিআইএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রে ঢোকার আগেই অপহরণ করা হয়েছে বলে অভিযোগ সিপিআইএমের।

আজ গত ৮ জুলাই এক দফায় হওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা। তার আগে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক এলাকা। উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় এলাকার ৫৭ নম্বর বুথে কুতুবুদ্দিন নামক এক সিপিআইএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিপিআইএমের অভিযোগ, আজ সকাল ৭ টার কিছু পরে গণনা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন কুতুবুদ্দিন। গণনা কেন্দ্রে ঢোকার আগে তাঁকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে সিপিআইএম। প্রার্থীর প্রাণ সংশয়ের আশঙ্কা করছে তাঁরা।

অন্যদিকে এই আমডাঙার ভোদাই গ্রাম পঞ্চায়েতের আর এক সিপিআইএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে। এক্ষেত্রেও অভিযুক্ত শাসকদল।

দুটি ক্ষেত্রেই বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে জানিয়েছে সিপিআইএম। দ্রুত প্রার্থীদের উদ্ধার করার দাবি তুলেছে তাঁরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in