পঞ্চায়েতের বলি হল আরও এক যুবক। শনিবার কোচবিহারের গীতালদহ অঞ্চলে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় গুলিবিদ্ধ হন চিরঞ্জিত কারজি নামে এক যুবক। হাসপাতালেই প্রাণ হারান তিনি।
সকালে ভোট দিতে গিয়েছিলেন গীতালদহ এলাকার ভাগ্নি পার্ট ১ বুথের বাসিন্দা চিরঞ্জিত। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাঁর। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের গুলি গিয়ে লাগে তাঁর বা দিকের পেট ও বুকের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হলো না।
চিরঞ্জিতের মৃত্যুর পর তাঁকে দলীয় কর্মী বলে দাবি জানায় বিজেপি। তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই মৃত্যু হয়েছে চিরঞ্জিতের। যদিও মৃত চিরঞ্জিতের ঘনিষ্ঠরা এবং পরিবারের পক্ষ থেকে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। পরিবারের দাবি ওই যুবক সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপির সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, নির্বাচনের আগে থেকেই দিনহাটায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। নির্বাচনে জিততে পারবে না জেনেই এখন তৃণমূলকে দোষ দিচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন