WB Panchayat Polls: মনোনয়নের পঞ্চম দিন - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ক্যানিং

এই মুহূর্তে অবরোধ চলছে বাসন্তী হাইওয়ে। গুলিবিদ্ধ হয়েছে এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিবাদের কারণে এই সংঘর্ষ।
ক্যানিং-এ মনোনয়ন পর্বে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ক্যানিং-এ মনোনয়ন পর্বে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বছবি ঘটনার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের পঞ্চম দিনে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। এদিনের হিংসার ঘটনায় তৃণমূলের দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ উঠেছে।

এদিন সকালে ক্যানিং-এ স্থানীয় এক সিপিআইএম অফিসে হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা। সিপিআইএম-এর অভিযোগ, তৃণমূলের কর্মীরা পার্টি অফিসে ঢুকে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন ছিঁড়ে দেয়, ভাঙচুর চালায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জানা গেছে এই মুহূর্তে অবরোধ চলছে বাসন্তী হাইওয়ে। গুলিবিদ্ধ হয়েছে এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রের খবর অনুসারে, স্থানীয় ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিবাদের কারণে এই সংঘর্ষ।

বুধবার ক্যানিং ব্লকের তৃণমূল সভাপতি জানিয়েছেন, তাঁর অনুগামীরা মনোনয়ন জমা দিতে গেলে স্থানীয় বিধায়কের অনুগামীরা তাদের বাধা দেয়। এরপরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। তৃণমূলেরই এক গোষ্ঠী রাস্তা অবরোধ শুরু করে। অন্যদিকে ব্লক সভাপতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in