WB Panchayat Polls: রাজ্যপালের সফরের মাঝেই মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী! অভিযুক্ত তৃণমূল

রানিনগরের রায়পুর গ্রামে খুন হলেন অরবিন্দ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মী। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করে।
WB Panchayat Polls: রাজ্যপালের সফরের মাঝেই মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী! অভিযুক্ত তৃণমূল
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

পঞ্চায়েত নির্বাচন ঘোষনার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদের রানিনগর। সেখানেই এবার কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।

নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্তমানে মুর্শিদাবাদে রয়েছেন তিনি। তাঁর সফরেই মাঝেই রানিনগরের রায়পুর গ্রামে খুন হলেন অরবিন্দ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মী। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ওই কংগ্রেস কর্মীর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করে। আহত অবস্থায় তাঁকে রানিনগর হাসাপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।

নিহত কংগ্রেস কর্মী আবার রানিনগরের হেরামপুর অঞ্চলের ২৮ নম্বর বুথের কংগ্রেস প্রার্থীর দাদা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে। পুলিশের দাবি, নিরপেক্ষ তদন্ত হবে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেও তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। দু'পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। শুক্রবার সকালে অরবিন্দ বাবু নিজের বাড়িতেই বসেছিলেন। তৃণমূলের গুন্ডাবাহিনী তাঁকে মারতে শুরু করে। মাথায়, পেটে ও বুকে আঘাত করে তারা। জানা গেছে, নিহত কংগ্রেস কর্মীর বুকে পেসমেকার বসানো ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তাঁরা বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই কংগ্রেস কর্মী। সেটাকে খুন বলে চালানো হচ্ছে। ওনাকে কেউ মারধর করেনি।

উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকে যে ১৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৫ জনই মুর্শিদাবাদের। অশান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ সফরে গেছেন রাজ্যপাল। ডোমকল, নবগ্রাম, খড়গ্রাম এবং বেলডাঙায় যাবেন আনন্দ বোস। তাঁর সফরের মাঝেই এই খুন ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল।

WB Panchayat Polls: রাজ্যপালের সফরের মাঝেই মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী! অভিযুক্ত তৃণমূল
WB Panchayat Polls: ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে বেধড়ক মার! অভিযোগ সিপিআইএম-র বিরুদ্ধে
WB Panchayat Polls: রাজ্যপালের সফরের মাঝেই মুর্শিদাবাদে খুন কংগ্রেস কর্মী! অভিযুক্ত তৃণমূল
ফের উত্তপ্ত রানিনগর, তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in