WB Panchayat Polls: কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না কুড়মি সমাজ, দেওয়া হবে না দেওয়াল লিখনের অনুমতি

এদিন আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রাজনৈতিক দলকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমর্থন দেবে না কুড়মি সমাজ। কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের হয়ে প্রচারও করবেন না কেউ।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি - অজিত প্রসাদ মাহাতার ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের পক্ষে সমর্থন দেবে না কুড়মি সমাজ। পুরুলিয়ায় দু’দিনের বৈঠকের পর সোমবার সকালে কুড়মি সমাজের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রাজনৈতিক দলকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমর্থন দেবে না কুড়মি সমাজ। কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের হয়ে প্রচারও করবেন না কেউ। এছাড়াও নিজেদের বাড়ির দেওয়ালও কোনো প্রার্থীর দেওয়াল লিখনের জন্য ছাড়া হবে না বা অনুমতি দেওয়া হবে না।

সোমবার সকালে আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে আমাদের অপমান করেছে। তাই আমরা কোনো রাজনৈতিক দলকেই সমর্থন দেব না বলে ঠিক করেছি। এবারের নির্বাচনেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কুড়মিদের প্রার্থী করা হয়েছে। আমরা তাদেরকে বুঝিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের আবেদন জানাবো।

উল্লেখ্য, সম্প্রতি তফশিলি জাতিভুক্ত হবার দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কুড়মি সমাজ। চলছে দফায় দফায় রাস্তা, রেল অবরোধ। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ সুর চড়িয়েছেন তাঁরা। এর আগেই পঞ্চায়েত নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন কুড়মি আন্দোলনের নেতৃত্ব। এবার দু’দিনের বৈঠকের পর সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়লো।

গত ১০ জুন এক আবেদনে কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়, “কুড়মি জনজাতির সাংবিধানিক অধিকারের লাগাতার বিরোধ একটি বিশেষ জনজাতি সম্প্রদায়ের কোনো প্রার্থীকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবে না কুড়মি জনজাতির মানুষ।

এছাড়াও তাদের এই আমাদের অনৈতিক অধিকার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আমাদের কুড়মি জনজাতির মানুষ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে।”

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in