আজ গত ৮ জুলাই এক দফায় হওয়া পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা। গণনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে হয়েছে একাধিক এলাকা। কোথাও বিরোধী দলের এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা, কোথাও মারধর করা হচ্ছে। আবার কোথাও গণনা কেন্দ্রের বাইরে বোমাবাজি করা হচ্ছে। সব ক্ষেত্রেই অভিযুক্ত শাসকদল তৃণমূল।
হাওড়ার বাগনানে বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া এবং মারধর করার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। প্রতিবাদে বাগনান থানা ঘেরাও করলো সিপিআইএম। টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করা হয়। সিপিআইএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষের অভিযোগ, শাসকদল এবং প্রশাসন একসঙ্গে এই কাজ করছে।
বীরভূমের নানুরেও একই চিত্র। গণনা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীদের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিবাদে কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। পরে পুলিশ এসে অনুরোধ করায় অবরোধ তুলে নেয় সিপিআইএম।
উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও। ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজের গণনা কেন্দ্রে সিপিআইএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যাপক বোমাবাজিও করছে শাসকদল বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশিত হয়েছে।
বিষ্ণুপুরে বিরোধী প্রার্থী সহ এজেন্টদের মারধর করে আইডি কার্ড কেড়ে নিয়ে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদে একসাথে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি, সিপিআইএম, কংগ্রেস কর্মীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন