WB Panchayat Polls: অশান্তি রুখতে মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে জারি ১৪৪ ধারা

নির্দেশে বলা হয়েছে, সকাল ১১ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। মনোনয়ন দিতে যাওয়ার সময়ে প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
WB Panchayat Polls: অশান্তি রুখতে মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে জারি ১৪৪ ধারা
ফাইল চিত্র
Published on

মনোনয়ন জমা দেওয়া কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করলো নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ মনোনয়নের লক্ষ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। রবিবারই সমস্ত জেলার ডিএম এবং এসপিদের এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে।

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই অশান্তি ছড়িয়েছে জেলায় জেলায়। মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে। একাধিক জায়গায় বিরোধীদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছেন সরকারী কর্মী। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ মনোনয়নের লক্ষ্যে মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার।

নির্দেশে বলা হয়েছে, সকাল ১১ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। মনোনয়ন দিতে যাওয়ার সময়ে প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

কমিশনের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। যদিও বিরোধীদের প্রশ্ন, মনোনয়ন কেন্দ্রের বাইরে চার ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে কোনও লাভ নেই। এলাকায়-এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে শাসকদল। তা আটকাতে হবে প্রশাসনকে।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ১৪৪ ধারা হয়তো আমাদের জন্য। তৃণমূল মারপিট করলে আমরা যাতে ঠেকাতে না পারি। তৃণমূলের লোকেরা তো ১৪৪ ধারা মানবে না। পুলিশ নেই মনোনয়ন কেন্দ্রে, সিভিক পুলিশ লাঠি হাতে গরুর মতো তাড়া করছে বিরোধীদের। তৃণমূলের গুণ্ডাদের গায়ে হাত বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটিং।

এই প্রসঙ্গে সিপিআইএম নেতা শমীক লাহিড়ী বলেন, তৃণমূলের হাতে মার খেলেন সরকারী কর্মী। কেউ গ্রেফতার হয়েছেন কি? সর্বত্র সন্ত্রাস হচ্ছে। প্রশাসন ঠিকভাবে কাজ করছে না।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in