'কেউ অযোগ্য, কেউ মজা দেখছে' - পঞ্চায়েত-হিংসা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক

তাপস রায় বলেন, আমি শাসক দলের প্রতিনিধি হিসেবে বলবো হিংসা না হলেই ভালো হতো। দায়টা আমাদের সবচেয়ে বেশি।
ফের বিতর্কিত মন্তব্য তাপস রায়ের
ফের বিতর্কিত মন্তব্য তাপস রায়েরছবি - সংগৃহীত
Published on

দলীয় সভায় রাজ্য পুলিশকে তুলোধোনা করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। পুলিশকে অযোগ্য ও বিরোধী গোষ্ঠী বলে দাবি করলেন বরানগরের বিধায়ক। পাশাপাশি নির্বাচনী হিংসার জন্য নিজের দলের ওপরও দায় চাপালেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এই মৃত্যু মিছিলের দায় কার? রাজ্যের শাসকদল দায়ী করছে বিরোধীদের। পাল্টা শাসকদলকে নিশানা করছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করলেন তাপস রায়। তিনি বলেন, "কিছু পুলিশ অকর্মণ্য আর কিছু পুলিশ দাঁড়িয়ে মজা দেখে। এরা আমাদের বিরোধী গোষ্ঠী। এরা আমাদের দল বা এই সরকারকে হেয় করছে। আমাদের সরকারের বিরোধী শক্তি। তারা এই সমস্ত জায়গাটাতে আসে, আসার কথা নয়। কেন করছে সেই বিষয়ে আর নাই বা ঢুকলাম।"

পাশাপাশি তৃণমূল বিধায়ক বলেন, 'প্রতিটি রাজনৈতিক দলের একটা দায়িত্ব থাকে। আমি শাসক দলের প্রতিনিধি হিসেবে বলবো, এটা না হলেই ভালো হতো। দায়টা আমাদের সবচেয়ে বেশি। আমরা আমাদের ভাইদের, সহকর্মীদের রক্ষা করতে পারলাম না। এটাও কি যন্ত্রণার নয়? এর দায়ও তো আমাদেরই।'

এর আগে, পঞ্চায়েত হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধেই সুর চড়িয়েছিলেন দলের এক সাংসদ এবং দুই বিধায়কের মুখে - দমদমের সাংসদ সৌগত রায়, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর এবং বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিতের মুখে। চিরঞ্জিৎ বলেছেন, ‘‘মানুষ ঘুরে গেলে এমন ভাবেও ক্ষমতায় থাকা যায় না।’’ হুমায়ুনের কথায়, ‘‘এমন ভোট দেখে মাথা হেঁট হয়ে যায়।’’

ফের বিতর্কিত মন্তব্য তাপস রায়ের
রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ভির দাবি মেনে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি
ফের বিতর্কিত মন্তব্য তাপস রায়ের
Naushad Siddiqui: রাস্তা আটকালো পুলিশ - ‘অশান্ত’ ভাঙড়ে ঢুকতে অনড় নওশাদ সিদ্দিকি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in