অনুব্রতহীন বীরভূমে তৃণমূল পার্টি অফিস দখল কংগ্রেসের, বুথ সভাপতি সহ ৬০০ জন শাসকদল ছেড়ে বিরোধী শিবিরে

রবিবার সন্ধ্যায় ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের কোট গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সানোয়ার শেখ সহ প্রায় ৬০০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন। এরপরই সেখানের পার্টি অফিসের দখল নেয় কংগ্রেস।
বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের
বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসেরছবি সংগৃহীত
Published on

পঞ্চায়েত ভোটের আগে রীতিমতো শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের খবর প্রকাশ্যে এসেছে। এবার দলবদলের পাশাপাশি, রাতারাতি তৃণমূলের পার্টি অফিসও দখল করে নিল কংগ্রেস। তাও আবার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে।

এই মুহূর্তে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সুযোগকে কাজে লাগিয়ে বীরভূমে শক্তি বৃদ্ধি করছে কংগ্রেস। রবিবার সন্ধ্যায় ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সানোয়ার শেখ কংগ্রেসে যোগ দেন। তাঁর সাথে আরও প্রায় ৬০০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন। এরপরই সেখানের পার্টি অফিসের দখল নেয় কংগ্রেস। ঘাসফুলের পতাকা নামিয়ে সেখানে লাগানো হয় হাত প্রতীকের পতাকা। দেওয়াল থেকে মুছে দেওয়া হয় ঘাসফুলের ছবি, তৃণমূল লেখা নাম। আঁকা হয় হাতের ছবি।  

কংগ্রেসে যোগ দিয়ে সানোয়ার শেখ বলেন, “তৃণমূলের জন্মলগ্ন থেকে দল করছি। কিন্তু এই তৃণমূল আর আগের মতো নেই।" তিনি স্পষ্ট জানান, তৃণমূলের এক নেতার অত্যাচারে দল ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। যদিও নেতার নাম প্রকাশ্যে আনেননি তিনি।

রবিবারের এই ছবি কংগ্রেস শিবিরে অনেকটাই অক্সিজেন যুগিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের একাধিক কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি বিরোধী দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল শাসকদল তৃণমূল।

বীরভূমে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের
WB Panchayat Polls: অশান্তি রুখতে মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে জারি ১৪৪ ধারা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in