পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হলো বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’-কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় নবান্ন থেকে একথা ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ছবি প্রদর্শিত হলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। রাজ্যে শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে ছবি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি। তবে অফিশিয়াল অর্ডার এখনও আসেনি।
এদিন সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন ওরা কাশ্মীর ফাইল তৈরি করেছে? একটি সম্প্রদায়কে অপমান করার জন্য। কেরালা ফাইল? এগুলি কী? কাশ্মীরি জনগণের নিন্দা করার জন্য কাশ্মীর ফাইল তৈরি করেছে... এখন তারা কেরালা রাজ্যেরও মানহানি করছে। প্রতিদিন তারা তাদের কথার মাধ্যমে মানহানি করে চলেছে।“
তিনি আরও বলেন, “তারা বাংলারও মানহানি করেছে। আমি জানতে পেরেছি যে 'বেঙ্গল বাঁচাও' লেখা পোস্টার লাগানো হচ্ছে। বাংলায় কী হয়েছে? এটি একটি শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় রাষ্ট্র। কেন বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করছে এখানে?"
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আজ দিল্লিতে ছবিটি দেখার পরে তিনি বলেন, "বাংলা এই চলচ্চিত্রটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভুল করেছে। সন্ত্রাসী সংগঠনের পাশে দাঁড়িয়ে আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কী পান?"
অন্যদিকে তামিল নাড়ুর সিনেমা হলের মালিকরা এই সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন