West Bengal: রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন - ছাত্র ভর্তি, ক্লাশ শুরুর কী হবে?

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুসারে, ২১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে এবং স্নাতকোত্তর কোর্সের ক্লাসগুলি ১ নভেম্বর থেকে শুরু করতে হবে৷
কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতা হাইকোর্ট
কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতা হাইকোর্টগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

পশ্চিমবঙ্গের দুটি প্রথম সারির রাজ্য সরকার পরিচালিত কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা  অনিশ্চয়তার সম্মুখীন৷

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুসারে, ২১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে এবং স্নাতকোত্তর কোর্সের ক্লাসগুলি ১ নভেম্বর থেকে শুরু করতে হবে৷

তবে, যেহেতু এই দুটি রাজ্য বিশ্ববিদ্যালয়ই এখন 'উপাচার্যবিহীন', এমনকি স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, যিনি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে বহু কোটি টাকার WBSSC শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্নিযুক্ত করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন

সুবীরেশ ভট্টাচার্য এবং সোনালী বন্দ্যোপাধ্যায়ের স্থানে নতুন নাম কবে দেওয়া হবে তা রাজ্যের উচ্চশিক্ষা দফতর এখনও স্পষ্ট করেনি।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মতে, যেহেতু পরিস্থিতি ‘অভূতপূর্ব’, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরামর্শ করার পরেই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী সপ্তাহান্তের মধ্যে যদি এই দুটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ না করা হয়, তবে ১ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটির কারণে ভর্তি প্রক্রিয়া যথেষ্ট বিলম্বিত হবে। রাজ্যের বিভিন্ন শিক্ষক সমিতি ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতরের কাছে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার আবেদন জানিয়েছে।

এই বিষয়ে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, শিক্ষামন্ত্রী এই ঘটনাকে অভূতপূর্ব পরিস্থিতি বলে দাবি করে তাঁর দায়িত্ব এড়াতে পারবেন না। "কারণ, এত শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in