Weather: নভেম্বরের মাঝামাঝিতে রাজ্যে পড়তে পারে শীত, তার আগে কি বৃষ্টি? কী জানাল আবহাওয়া দপ্তর?

People's Reporter: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাত রয়েছে। যার জেরে তৈরি হতে পারে নিম্নচাপ। তবে সেই নিম্নচাপের প্রভাব পড়বে না বাংলায়।
নভেম্বরের মাঝামাঝিতে রাজ্যে পড়তে পারে শীত
নভেম্বরের মাঝামাঝিতে রাজ্যে পড়তে পারে শীতনিজস্ব চিত্র
Published on

নভেম্বরের প্রায় মাঝামাঝি হতে চলল। কিন্তু এখনও সেভাবে ঠান্ডা অনুভব করতে পারছে না রাজ্যবাসী। কবে থেকে শীত পড়বে রাজ্যে? সেই প্রশ্ন ঘুরপাক করছে রাজ্যবাসীর মনে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। আলিপুর সূত্রে খবর, নভেম্বরের ১৫ তারিখের পর থেকে রাজ্যে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধির্কতা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী সপ্তাহে রাজ্যে উত্তুরে বাতাস প্রবেশের অনুকুল পরিবেশ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে নামবে পারদ। অর্থাৎ ১৫ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডা পড়তে পারে। পশ্চিমের জেলাগুলোতে অপেক্ষাকৃত পারদ বেশী নামবে।

আলিপুর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাত রয়েছে। যার জেরে তৈরি হতে পারে নিম্নচাপ। তবে সেই নিম্নচাপের প্রভাব পড়বে না বাংলায়। এই নিম্নচাপের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে। বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশেও।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যের সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি, রবিবার দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর। তবে বাকি জেলায় আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব বেশী হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলোও আগামী কয়েক দিন শুকনো থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দাজিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া বাতাসে জলীয় বাষ্প বেশী থাকার কারণে পাহাড়ে ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হতে পারে।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in