সম্প্রতি Edtech জায়ান্ট Byju’s একলপ্তে ২৫০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কমপক্ষে ১০ হাজার মানুষের জীবন প্রভাবিত হবে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি (Suniel Shetty)।
নিজের লিঙ্কডইন (LinkedIn) পোস্টে অভিনেতা, প্রযোজক এবং ব্যবসায়ী সুনীল শেঠি লেখেছেন, ‘সম্প্রতি এক প্রবন্ধে একটি কোম্পানির ২৫০০ কর্মী ছাঁটাই কথা লেখা হয়েছে। এটি একটি কঠিন বিষয়। পরিবারে ৪ জন করে ধরলে, এই সিদ্ধান্তে ১০ হাজার জীবন প্রভাবিত হবে। তবে, আমি মনে করি না খুব সহজেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থনা করি, যাতে প্রভাবিত ব্যক্তিরা খুব দ্রুত নিজেদের ছন্দ (সক্ষমতা) ফিরে পান।’
তিনি লেখেছেন, ‘এটি এখন স্পষ্ট যে, বিশ্বের অনুভূতিশীলতা অনেকটা রক্ষণশীল হয়েছে।’ বিশ্ব অর্থনীতিতে মন্দা প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির মতো এই প্রভাব (বিশ্ব অর্থনীতিতে মন্দা) ভারতের উপরও পড়তে পারে, তবে আবার নাও হতে পারে।’
শুধুমাত্র একজন অভিনেতা নন সুনীল শেঠি, তিনি একজন সফল ব্যবসায়ীও (রেস্তোরাঁর মালিক)। তিনি লিখেছেন, ‘আমি এখনও ভারতের গল্পে বিশ্বাস করি৷ ভারতের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আকাঙ্ক্ষাও বৃদ্ধি পেয়েছে। ধীর গতিতে হলেও, এখন আগের তুলনায় অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ে ছোট এবং মাঝারি আকারের ব্যবসার জন্য কিছু পরিচালন নীতি তৈরি করার এখন একটি ভাল সময়, অন্তত যতক্ষণ না পরিস্থিতি উন্নত হতে শুরু করে।’
উপসংহারে, তিনি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের উদাহরণ টেলেছেন। তিনি লিখেছেন, ‘দীর্ঘ মেয়াদের কথা ভাবুন। স্প্রিন্ট বনাম ম্যারাথনের কথা ভাবুন। রাহুল দ্রাবিড়ের কথা ভাবুন। স্থিতিশীল এবং ধীরগতিও ঠিক ততটাই দুর্দান্ত।’
প্রসঙ্গত, গত সপ্তাহে Byju's জানিয়েছে, ২০২৩ সালের মার্চের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিজেদের দেখতে চাই সংস্থা। এটি করা হবে Byju's-এর বিপণন এবং অপারেশনাল খরচ কমিয়ে। তাই, আগামী ৬ মাসের মধ্যে সংস্থার ‘হেডকাউন্ট’-এর ৫ শতাংশ কর্মী বা ২৫০০ লোককে ছাঁটাই করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন