সুপ্রিম কোর্টের নির্দেশে ২৯ টি মোবাইলের পেগাসাস তদন্ত চলছে। তবে, তদন্তের চূড়ান্ত রিপোর্ট আসতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবার, শীর্ষ আদালতে তদন্ত কমিটি জানিয়েছে, মে মাসের শেষে সব রিপোর্ট চলে আসবে এবং তা আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রভেন্দ্রনের নেতৃত্বে গঠিত প্যানেল ফেব্রুয়ারি মাসে আদালতে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে। তবে এই রিপোর্টে মামলার অন্তর্বতীকালীন তদন্তের কয়েকটি ক্ষেত্র বিশ্লেষণ করা বাকি রয়েছে। সেই রিপোর্ট দ্রুত জমা করতে এদিন নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ। তবে, চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছে তদন্ত কমিটি। সেই আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
২০২১ সালের ২৭ অক্টোবর, পেগাসাস তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রভেন্দ্রনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়। শীর্ষ আদালতের নির্দেশে গঠিত এই কমিটিতে আছেন, গান্ধিনগর ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির ডিন নবীন কুমার চৌধুরী, কেরলের অমৃতা বিশ্ব বিদ্যাপীঠমের অধ্যাপক প্রবাহারন পি এবং আইআইটি বোম্বের ইনস্টিটিউট চেয়ার অ্যাসোসিয়েট প্রফেসর অশ্বিন অনিল গুমাস্তে। এছাড়া, এই কমিটিকে সহায়তা করছেন প্রাক্তন আইপিএস অফিসার অলোক যোশি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশনের চেয়ারম্যান ডাঃ সুন্দীপ ওবেরয়।
প্রসঙ্গত, গতবছর বাদল অধিবেশনের আগে প্রকাশ্যে আসে পেগাসাস কান্ড। অভিযোগ ওঠে, ইজরায়েলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতা সাংবাদিক, সমাজকর্মীদের ফোন হ্যাক করেছে নরেন্দ্র মোদী সরকার। এরপর বিষয়টি নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্ট। তারপরেই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে শীর্ষ আদালত। মূলত, পেগাসাস ‘আক্রান্ত’দের মোবাইল তদন্ত করে, তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করাই হল এই কমিটির কাজ।
এই ইস্যুতে সরব হয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ২৯ জানুয়ারি এক ট্যুইট বার্তায় তিনি বলেন, 'আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য জনগণের টাকায় পেগাসাস সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্ট এবং সংবেদনশীল বিষয়ে তদন্তকারী আধিকারিকদের উপর গুপ্তচরবৃত্তি গণতন্ত্রের মারাত্মক বিপর্যয়ের সমান। যা গ্রহণীয় নয়।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন