একাধিক অভিযোগ ওঠায় ৩৪৮টি অ্যাপ চিহ্নিত ও ব্লক করলো কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদে এই তথ্য জানানো হয়েছে। মোবাইল অ্যাপগুলির বিরুদ্ধে ক্রমবর্ধমান অভিযোগ ওঠার পর, কেন্দ্র নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে।
অভিযোগ, এই অ্যাপগুলির মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্য অননুমোদিত উপায়ে বিদেশে প্রেরণ করার অভিযোগে চীন সহ বিভিন্ন দেশের ৩৪৮টি অ্যাপ ব্লক করা হয়েছে।
"স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) ৩৪৮টি মোবাইল অ্যাপ্লিকেশন চিহ্নিত করেছে যা ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে এবং এটি প্রোফাইলিংয়ের জন্য দেশের বাইরে অবস্থিত সার্ভারগুলিতে অননুমোদিত উপায়ে প্রেরণ করে।
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বুধবার লোকসভায় এক লিখিত জবাবে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রকের অনুরোধের ভিত্তিতে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) সেই ৩৪৮ টি মোবাইল অ্যাপ্লিকেশনকে ব্লক করেছে। কারণ এই ধরনের ডেটা ট্রান্সমিশন ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা এবং রাজ্যের নিরাপত্তা লঙ্ঘন করে।"
এই অ্যাপগুলি চীন সহ বিভিন্ন দেশ তৈরি করেছে বলেও তিনি সংসদে জানিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন