স্তন ক্যান্সারের সম্ভাব্য নতুন ওষুধ চিহ্নিত হয়েছে। এক ভারতীয় আমেরিকান গবেষক সহ অন্যান্য গবেষকরা একটি নতুন মৌলের সন্ধান পেয়েছেন, যা স্তন ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করতে পারে।
বিশেষত যে সমস্ত রোগীর প্রথাগত চিকিৎসায় প্রতিবন্ধকতা (resistances) তৈরি হয়, তাদের ক্ষেত্রে এই নতুন মৌলটি আশা জাগাবে বলেই মনে করছেন গবেষকরা। গবেষকদের দাবি, এই নতুন মৌলটি ইস্ট্রোজেন সংবেদনশীল ক্যানসারকে প্রতিরোধ করতে সাহায্য করবে। এই শ্রেণীর ওষুধগুলি অভিনব পদ্ধতিতে কাজ করে এবং ইস্ট্রোজেন গ্রহনকারী টিউমার কোষের টার্গেটেড কোষকে লক্ষ্য করে যুক্ত হয়।
টেক্সাস সাউথ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গনেশ রাজ জানিয়েছেন, মৌলিকতার দিক থেকে এটি একটি নতুন ভিন্ন শ্রেণীর ওষুধ যা ইস্ট্রোজেন রিসেপ্টার পজেটিভ স্তন ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে। ওষুধটির অনন্য কার্যকারিতা প্রথাগত চিকিৎসার সীমাবদ্ধতাকে জয় করতে পারবে।
ইস্ট্রোজেন দ্বারা চিহ্নিত করে এই ধরণের স্তন ক্যানসারকে বিভিন্ন হরমোন থেরাপি করে চিকিৎসা করা যায়, যেমন ট্যামক্সিফেন। কিন্তু এই ওষুধ এক তৃতীয়াংশ ক্ষেত্রেই রেজিস্টান্স তৈরি করে। ট্যামক্সিফেন নামক ওষুধটি যুক্ত হয় ক্যান্সার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টার এর সাথে। তাতে ইস্ট্রোজেনকে ইস্ট্রোজেন রিসেপ্টার এর সাথে যুক্ত হতে বাধা দেয়। প্রসঙ্গত ইস্ট্রোজেন ক্যান্সার কোষের সাথে যুক্ত হলেই এই কোষগুলো খুব দ্রুত বিভাজিত হয়। ইস্ট্রোজেন রিসেপ্টারগুলি খুব দ্রুত আকৃতি পরিবর্তন করে। ফলত ট্যামক্সিফেনের মতো প্রথাগত ওষুধগুলি কাজ করতে পারে না যার ফলে টিউমার কোষের বৃদ্ধি ঘটতে থাকে এবং রেজিট্যান্স তৈরি হয়।
টেক্সাস ইউনিভারসিটির দক্ষিণ পশ্চিমের অধ্যাপক ডেভিড ম্যনজেসডর্ফ জানিয়েছেন, “এই ধরনের প্রোটিন প্রোটিন ইন্টার অ্যাকশন ব্লক করা, কয়েক বছর ধরে ক্যান্সার গবেষষকদের স্বপ্ন ছিলো, এই নতুন মৌলটি ক্যান্সার কোষের মধ্যে ইস্ট্রোজেন হরমোনকে ইস্ট্রোজেন রিসেপ্টারের সাথে সরাসরি যুক্ত হতে বাধা দেয়। ফলতঃ পরবর্তী পর্যায়ে ক্যান্সার কোষকে বিভাজিত হতে বিরত করে। এই নতুন মৌলটি হলো DUBBED-ERX,11 mimics একধরনের প্রোটিন মৌল।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন