বেসরকারি সংস্থার দরজা খুলে গেল ISRO-র জন্য। এখন থেকে রকেট তৈরি, স্যাটেলাইট এবং অন্যান্য উৎক্ষেপণে -র সহযোগী হতে পারবে বেসরকারি সংস্থা। আমাদের দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা যাতে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে তা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকারের আর্থ সামাজিক সংস্কারের ধারা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন ইসরোর প্রধান কে শিভন।
এদিন ইসরো প্রধান কে শিভন আরও জানান – বেসরকারি সংস্থা এখন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিভিন্ন প্রকল্পের অংশীদার হতে পারবে। তিনি আরও জানিয়েছেন, এর ফলে ইসরোর গবেষণামূলক কাজ কমে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। ইসরো নিজেদের মহাকাশ গবেষণামূলক কাজ চালিয়ে যাবে।
গতকালই ইসরোর সমস্ত ক্ষেত্রে বেসরকারি সংস্থার অংশগ্রহণের সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। এদিন সেকথাই জানালেন সংস্থার প্রধান কে শিভন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন