নিউজিল্যান্ডে ৮.১ ম্যাগনিটিউড তীব্রতার ভূমিকম্প, সুনামি সতর্কতায় খালি করা হচ্ছে এলাকা

নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা
নিউজিল্যান্ডে সুনামি সতর্কতাছবি ট্যুইটার থেকে সংগৃহীত
Published on

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতায় নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া এবং ভানাতু অঞ্চল থেকে স্থানীয় মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। গতকালই এই অঞ্চলে ৮.১ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভূত হয়। একই অঞ্চলে এর আগে ৭.৪ এবং ৭.৩ ম্যাগনিটিউড ভূমিকম্প হয়েছিলো।

গতকালের ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়। আশঙ্কা সুনামির জেরে এই অঞ্চলের সমুদ্রের জল ১০ ফিট পর্যন্ত উঁচু হয়ে ধেয়ে আসতে পারে। এর পরেই ওই অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাবার নির্দেশ দেওয়া হয় স্থানীয় রেডিও থেকে। ন্যাশনাল এমারজেন্সি সার্ভিসের পক্ষ থেকেও সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষকে বাড়ি ছেড়ে যেতে বলা হয়।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে ভানাতু এবং নিউ ক্যালেডোনিয়াতে সমুদ্রের ঢেউ সবথেকে উঁচু হতে পারে। এই সংস্থা আরও জানিয়েছে গতকালের ভূমিকম্পের পর প্রাথমিকভাবে টোঙ্গা অঞ্চল ছাড়াও জাপান, রাশিয়া, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার সমুদ্র তীরবর্তী অঞ্চলে সমুদ্রের ঢেউয়ে পরিবর্তন লক্ষ্য করা গেছে। যদিও ওই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির কথা এখনও পর্যন্ত জানা যায়নি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in