কিছুদিনের মধ্যেই ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের অনুমান, ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গোষ্ঠী এই কাজ করার ছক কষেছে। ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত অফিসে সতর্কতা জারি করা হয়েছে।
CERT জানিয়েছে, 'ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গোষ্ঠী বেছে বেছে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের প্রায় ১২ হাজার ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার হানা চালাতে পারে। তাই সাইবার ক্রাইম প্রতিহত করার জন্য প্রতিটা দপ্তরকে প্রস্তুত থাকতে হবে। যাতে কোন রকম সমস্যা না হয়।'
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই হ্যাকার গোষ্ঠীর মূল লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবা, অর্থনীতি, ব্যাঙ্কিং সহ ভারতের বিভিন্ন জরুরী পরিষেবার মেরুদণ্ড ভেঙে দেওয়া। ভারতের ভারসাম্যতাকে কীভাবে ভার্চুয়ালি নষ্ট করা যায় সেটারই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এর আগেও চিন, পাকিস্তান সহ একাধিক দেশের হ্যাকাররা ভারতে সাইবার হানা চালিয়েছিল।
উল্লেখ্য, এই ধরণের হ্যাকাররা চেষ্টা করে সরকারি ওয়েবসাইটগুলিতে প্রবেশ করে প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে গোপন তথ্য হাতিয়ে নিতে। সেই তথ্য বহিরাগত শত্রুর কাছে প্রয়োজনে বিক্রিও করে দিতে পারে। ফলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এছাড়া নানা ভুল তথ্য ঢুকিয়ে দিয়ে পরিষেবা ক্ষেত্রের ওয়েবসাইটগুলিকে বিকল করে দেওয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন