নিজের গন্তব্যে পৌঁছতে পৌঁছতেই নিজের একটি ‘সেলফি’-সহ মহাকাশ থেকে পৃথিবী ও চাঁদের ছবি তুলে পাঠাল ‘আদিত্য L1’। বৃহস্পতিবার ভারতের প্রথম সৌরযানের পাঠানো সেই ছবি সমাজমাধ্যমে শেয়ারও করেছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। প্রসঙ্গত, গত আগস্ট মাসের শেষে চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ এর সফল মসৃণ অবতরণের পর ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে দেশের প্রথম সৌরযান ‘আদিত্য L1’ উৎক্ষেপণ করেছে ইসরো।
বৃহস্পতিবার টুইটারে (বর্তমানে X) ইসরোর তরফ থেকে আদিত্য L1-এর পাঠানো ছবি পোস্ট করে জানানো হয়েছে, “আদিত্য L1, যা পৃথিবী ও সূর্যের মাঝামাঝি L1 পয়েন্টের পথে পাড়ি দিয়েছে, সে নিজের একটি ‘সেলফি’ এবং পৃথিবী ও চাঁদের ছবি তুলে পাঠিয়েছে।” আদিত্য L1-এর পাঠানো ওই নিজস্বীতে সৌরযানের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি অংশ VELC (Visible Emission Line Coronagraph) এবং SUIT (Solar Ultraviolet Imager)-কে দেখা যাচ্ছে। আবার অন্য একটি ছবিতে মহাকাশের অন্ধকার শূন্যতার মধ্যে পৃথিবী ও চাঁদকে দেখা গিয়েছে। গত ৪ সেপ্টেম্বর আদিত্য L1-এর ক্যামেরায় এইসব ছবি ধরা পড়েছে।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতের প্রথম সৌরযান ‘আদিত্য L1’। মহাকাশযানটিকে পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে সূর্যের থেকে নির্দিষ্ট দূরত্বে ‘Lagrange point 1’ বা L1-এর কাছাকাছি কোনও এক কক্ষপথে অবস্থান করানো, যেখানে পৃথিবী ও সূর্য উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। সেখান থেকেই সৌরযানটি দীর্ঘ সময় ধরে সূর্যের বিভিন্ন ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ এবং মহাজাগতিক আবহাওয়ায় সূর্যের সেই ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করবে আদিত্য L1।
অন্যদিকে, সৌর অভিযানের পর মহাকাশে মানুষ পাঠানোর ব্যবস্থাও প্রায় পাকা করে ফেলেছেন ইসরো বিজ্ঞানীরা। ইসরো সূত্রে খবর, খুব শিগগিরি ৩ মহাকাশচারীর একটি দল নিয়ে মহাশূন্যে পাড়ি দেবে ভারতের ‘গগনযান’। ৩ দিনের ওই অভিযানে মহাকাশচারী সমেত যানটিকে পৃথিবীর বাইরে ৪০০ কিলোমিটারের একটি কক্ষপথে অবস্থান করানো হবে। ‘গগনযান’ উৎক্ষেপণের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু না জানানো হলেও ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, “আগামী ২০২৫ সালের মধ্যেই প্রথমবারের জন্য মহাকাশচারী নিয়ে মহাশূন্যে পাড়ি দেবে ভারত।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন