৯৩ শতাংশ ভারতীয় এমন এলাকায় বাস করে যেখানে বায়ু দূষণের মাত্রা WHO-এর মান-এর থেকেও বেশি। সম্প্রতি এক প্রতিবেদনে একথা প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, বায়ু দূষণের কারণে ভারতীয়দের আয়ু কমেছে প্রায় দেড় বছর।
ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রে হেলথ ইফেক্টস ইনস্টিটিউট (HEI) এর ফলাফল ২০২০ সালের বার্ষিক স্টেট অফ গ্লোবাল এয়ার বার্ষিক বিশ্লেষণের অংশ। সমীক্ষায় দেখা গেছে যে ২০১৯ সালে গড় বার্ষিক জনসংখ্যার হিসেবে PM২.৫ এর ৮৩ মাইক্রোগ্রাম/ ঘন মিটার (mg) /cu) এবং ভারতে ৯,৭৯,৭০০ জনের মতো মৃত্যুকে PM ২.৫ এর জন্য দায়ী করা যেতে পারে।
এটি সমীক্ষা অনুসারে, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০০ শতাংশ এমন এলাকায় বাস করেন যেখানে PM2.5 মাত্রা WHO-এর সুপারিশের চেয়ে বেশি - যা গড় বার্ষিক PM2.5 মাত্রা 5 মিগ্রা/কিউ।
বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি এমন এলাকায় বাস করেন যেখানে ওজোন স্তর ২০১৯ সালে সর্বনিম্ন কঠোর WHO অন্তর্বর্তী লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে৷
বিশ্বের বিভিন্ন দেশের নিরিখে ওজোন (৯৮ শতাংশ)-এর প্রভাবে থাকা জনসংখ্যায় ভারত নবম স্থানে রয়েছে৷ এই তালিকায় ভারতের আগে আছে কঙ্গো, ইথিওপিয়া, জার্মানি, বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান, ইরান ও তুরস্ক শীর্ষ আট। তালিকায় দশম স্থানে আছে চীন।
গবেষকরা তাঁদের প্রতিবেদনে লিখেছেন, "সাম্প্রতিক সময়ে বায়ু দূষণ বিশ্বজুড়ে মৃত্যু এবং শারীরিক প্রতিবন্ধকতার একটি প্রধান ঝুঁকির কারণ; শুধুমাত্র ২০১৯ সালে, বায়ু দূষণের কারণে ৬.৭ মিলিয়ন মৃত্যু হয়েছে।"
PM2.5 এর বৃহৎ উপস্থিতি বিভিন্ন দেশ ও অঞ্চলের আয়ুও কমিয়ে দিয়েছে। যার মধ্যে আছে - মিশর (২.১১ বছর), সৌদি আরব (১.৯১ বছর), ভারত (১.৫১ বছর), চীন (১.৩২ বছর) এবং পাকিস্তান (১.৩১ বছর)। দূষণের সবচেয়ে কম প্রভাব পড়েছে নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।
গবেষকরা জানিয়েছেন, "আমাদের অনুমান, পরিবেষ্টিত (বহির) ওজোন দূষণ এবং সূক্ষ্ম কণা পদার্থ দূষণ (PM2.5) এর সম্মিলিত প্রভাবের কারণে এবং কাঠ ও অন্যান্য কঠিন জ্বালানি দিয়ে রান্না করার ফলে মানুষের গড় আয়ু প্রায় ১.৮ বছর কমে যায়৷"
এই দূষণকারী বস্তুগুলোর সম্মিলিত প্রভাব, বিশেষ করে বিশ্বের নিম্ন আয়ের দেশগুলিতে বেশি (সাধারণত দুই থেকে তিন বছর জীবন কমিয়ে দেয়)। গবেষণা অনুসারে, বিশ্বব্যাপী বায়ু মানের উন্নতি বিশ্বের অনেক অঞ্চলে দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন