জিও-র পর এবার দাম বাড়ছে এয়ারটেলেরও। প্রি-পেইড, পোস্ট-পেইড সহ সমস্ত প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল সংস্থা। আগামী ৩ জুলাই থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
এয়ারটেল সংস্থা ৩ টি প্রি-পেইড আনলিমিটেড ভয়েস প্ল্যান, ৯ টি প্রি-পেইড ডেইলি ডেটা প্ল্যান, ৩ টি প্রি-পেইড ডেটা অ্যাড-অন প্ল্যান এবং ৪ টি পোস্ট-পেইড প্ল্যান সহ সমস্ত প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেছে।
এক নজরে জেনে নিন কোন প্ল্যানের দাম কত বাড়ানো হয়েছে –
১. ১৭৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ১৯৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ টি ফ্রী মেসেজ পাঠানো যায়।
২. ৪৫৫ টাকা, যেটা ৮৪ দিনের জন্য, যাতে প্রতিদিন ৬ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজ পাওয়া যায়, তার দাম বেড়ে হবে ৫০৯ টাকা।
৩. ১৭৯৯ টাকা, যেটা একবছরের জন্য ভ্যালিডিটি, যাতে প্রতিদিন ২৪ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজ পাওয়া যায়, তার দাম বেড়ে হবে ১৯৯৯ টাকা।
৪. ২৬৫ টাকার প্ল্যান যেটা ২৮ দিনের জন্য, যাতে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি ফ্রী মেসেজ পাঠানো যায়, সেটি বেড়ে হবে ২৯৯ টাকা।
৫. ২৯৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৩৪৯ টাকা। ২৮ দিনের এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
৬. ২৮ দিনের ৩৫৯ টাকার প্ল্যানে যাতে ২.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়। সেটার দাম বেড়ে হচ্ছে ৪০৯ টাকা।
৭. ৩৯৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।
৮. ৫৬ দিনের যে দুটি প্ল্যান রয়েছে অর্থাৎ ৪৭৯ ও ৫৪৯ টাকার, তার দর বাড়ছে ১০০ টাকা করে।
৯. ৭১৯ টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি ৮৪ দিন, যাতে প্রতিদিন দেড় জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি ফ্রী মেসেজ পাওয়া যায় তার দর বেড়ে হচ্ছে ৮৫৯।
১০. ৮৩৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। পাবেন প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ। মেয়াদ ৮৪ দিন।
১১. ২৯৯৯ টাকার প্ল্যানের দর বেড়ে হচ্ছে ৩৫৯৯। যাতে প্রতিদিন পাবেন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ। মেয়াদ একবছর।
উল্লেখ্য, বৃহস্পতিবারই দাম বাড়ানো হয়ে জিও-র প্ল্যানের। আগামী ৩ জুলাই থেকে নয়া দাম কার্যকরের কথা ঘোষণা করেছে সংস্থা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন