'লাদাখে সব ঠিকঠাক নেই, পদক্ষেপ নিন', প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি ‘ব়্যাঞ্চো’র

গবেষণায় জানা গেছে যে, 'হিমবাহের যত্ন না নিলে, লেহ-লাদাখের দুই-তৃতীয়াংশ হিমবাহের বিলুপ্তি ঘটবে। হাইওয়ে তৈরি, মানুষের বিভিন্ন কার্যকলাপের জেরে বেষ্টিত হিমবাহগুলি তুলনামূলকভাবে দ্রুত হারে গলে যাচ্ছে।
সোনম ওয়াংচুক (বামদিকে)
সোনম ওয়াংচুক (বামদিকে)
Published on

লাদাখের (Ladakh) পরিবেশ (হিমবাহ) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সমাজ সংস্কারক তথা বাস্তবের 'ব়্যাঞ্চো' সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। গত শনিবার, টুইটারে একটি ভিডিও পোস্ট করে 'লাদাখের হিমবাহকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন তিনি।

এক টুইট বার্তায় তিনি বলেন, 'লাদাখে সব ঠিকঠাক নেই! আমার সর্বশেষ ভিডিওতে, লাদাখের ভঙ্গুর পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করছি। সরকার এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমি ২৬ জানুয়ারী থেকে ১৮০০০ ফুট উচ্চতায় এবং -৪০ ডিগ্রি সেলসিয়াসে খারদুংলা পাসে ৫ দিনের জন্য #ClimateFast বসার পরিকল্পনা করছি।'

লাদাখের সমাজ সংস্কারক সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছে বলিউডে বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস' (3 Idiots)। এবার তিনি পরিবেশ নিয়ে নিজের উদ্বেগের কথা জানালেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াংচুক বলেন, 'যদি লাদাখে এই ধরনের অবহেলা চলতে থাকে এবং শিল্পের হাত থেকে সুরক্ষা না দেওয়া হয়, তাহলে অচিরেই এখানকার হিমবাহগুলি বিলুপ্ত হয়ে যাবে। এর ফলে ভারত এবং সংলগ্ন এলাকায় বিশাল জলের ঘাটতি এবং সমস্যা দেখা দেবে।'

ওয়াংচুক বলেন, 'যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে লাদাখে শিল্প, পর্যটন এবং বাণিজ্য শিল্পের বিকাশ জারি থাকবে এবং শেষ পর্যন্ত এটি সবকিছু শেষ করে দেবে৷ সম্প্রতি কাশ্মীর বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষণায় জানা গেছে যে, 'যদি হিমবাহের যত্ন সঠিকভাবে নেওয়া না হয়, তাহলে লেহ-লাদাখের দুই-তৃতীয়াংশ হিমবাহের বিলুপ্তি ঘটবে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে, হাইওয়ে তৈরি এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের জেরে বেষ্টিত হিমবাহগুলি তুলনামূলকভাবে দ্রুত হারে গলে যাচ্ছে।'

তিনি বলেন, 'বিশ্ব উষ্ণায়নের জন্য কেবল আমেরিকা এবং ইউরোপ নয়, এই জলবায়ু পরিবর্তনের জন্য সমানভাবে দায়ী স্থানীয় দূষণ এবং নির্গমনও। লাদাখ সহ সারা দেশজুড়ে স্থানীয় মানুষদের কার্যক্রম ন্যূনতম মানবিক হওয়া উচিত, যাতে করে হিমবাহগুলি অক্ষত থাকতে পারে।'

একইসঙ্গে, টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, 'লাদাখসহ অন্যান্য হিমালয় অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করার জন্য 'শিল্প শোষণ' বন্ধ করা প্রয়োজন। বিষয়টি দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ, এটি জনগণের জীবন ও কর্মসংস্থান রক্ষায় সহায়তা করবে।'

সোনম ওয়াংচুক (বামদিকে)
IT সেক্টরে বিপুল কর্মী ছাঁটাই, কাজ হারিয়ে আমেরিকায় বিপাকে কয়েক হাজার ভারতীয়!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in