Lay Off: AI দুনিয়ায় ব্যবসা বাড়াতে অ্যালেক্সা বিভাগ থেকে কয়েকশ কর্মী ছাঁটাই Amazon-এর

People's Reporter: শুক্রবার কোম্পানির তরফে ছাঁটাই হওয়া কর্মীদের চিঠি পাঠিয়ে সংস্থার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আমাজন
আমাজন ফাইল ছবি সংগৃহীত
Published on

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর জগতে এবার খুঁটি মজবুত করতে চায় আমাজন। আর তাই জেনারেটিভ এআই বিভাগে আরও জোর দেওয়ার জন্য সংস্থার 'অ্যালেক্সা' বিভাগ থেকে কয়েকশ কর্মী ছাঁটাই শুরু করেছে কোম্পানি। সূত্রের খবর, কোম্পানির জনপ্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘অ্যালেক্সা’-এর পরিচালন বিভাগ থেকেই সবচেয়ে বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার কোম্পানির তরফে ছাঁটাই হওয়া কর্মীদের চিঠি পাঠিয়ে সংস্থার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিন কর্মীদের চিঠি দিয়ে কোম্পানি কর্তৃপক্ষের তরফে সংস্থার ‘অ্যালেক্সা ও ফায়ার টিভি’ বিভাগের সহ-সভাপতি ড্যানিয়েল রাউসচ জানিয়েছেন, কোম্পানি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আপাতত কিছু পদ বাদ দেওয়া হচ্ছে। সেইসব পদগুলিতে কর্মরত কর্মীদের বরখাস্ত করা হচ্ছে। চিঠিতে তিনি জানিয়েছেন, “আমরা এখনও অনুসন্ধান করছি। এখন আমরা আমাদের ব্যবসার অগ্রাধিকারকে আরও গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কিছু প্রচেষ্টাকে বিভিন্ন বিভাগে স্থানান্তরিত করছি।”

রাউসচ আরও জানিয়েছেন, “আমরা যা জানি সেটা গ্রাহকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের সম্পদের উৎসগুলিকে আরও বাড়াতে হবে এবং জেনারেটিভ এআইয়ে আরও মনোযোগ সহকারে কাজ করতে হবে।” সেই জন্যই ‘কয়েকশো’ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানানো হলেও বরখাস্ত হওয়া কর্মীদের সঠিক সংখ্যা নিয়ে কোম্পানি পরিস্কারভাবে কিছু জানায়নি। তবে চাকরি হারানো কর্মীদের বেশিরভাগই মূলত সংস্থাটির আমেরিকা, কানাডা ও ভারতের দপ্তরে কর্মরত।

সূত্রে খবর, শুক্রবার আমেরিকা ও কানাডার কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ভারতের কর্মীদেরও বরখাস্তপত্র ধরানো হবে বলেই জানা গিয়েছে।

আমাজন
Italy: দক্ষিণপন্থী সরকারের প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে স্তব্ধ ইতালি
আমাজন
রাজনৈতিক ও বিতর্কিত বিষয়ে সভা-সেমিনার করার ক্ষেত্রে নিতে হবে বিশেষ অনুমতি, কড়া নির্দেশ IIT বম্বের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in