WhatsApp: এক মাসে ভারতের ৭১ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান! নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা মেটার

People's Reporter: সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অপব্যবহার রোধ করতে এবং প্ল্যাটফর্মের অখণ্ডতা বজায় রাখতেই এই ব্যবস্থা।
ব্যান করা হয়েছে ৭০ লক্ষ ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
ব্যান করা হয়েছে ৭০ লক্ষ ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টফাইল ছবি সংগৃহীত
Published on

নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা মেটার। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, এই এক মাসের মধ্যে ৭১ লক্ষ ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অপব্যবহার রোধ করতে এবং প্ল্যাটফর্মের অখণ্ডতা বজায় রাখতেই এই ব্যবস্থা। ভবিষ্যতেও নিয়ম লঙ্ঘন করলে এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপের তরফে জানা গিয়েছে, মোট ৭১ লক্ষ ৮২ হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। এর মধ্যে ১৩ লক্ষ এমন অ্যাকাউন্ট আছে, যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আসার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ নিয়ম অনুযায়ী, সন্দেহজনক ব্যবহার দেখলেই সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

হোয়াটসঅ্যাপ-এ একাধিক অ্য়ানালিস্ট আছে, যারা এই বাছাইয়ের কাজ করছে। এই প্রক্রিয়া একটানা চলছে। ফলে নীতি ভাঙলে আবারও একাধিক অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ যে নিয়ম তৈরি করেছে, তার ওপর ভিত্তি করেই এই ব্যবস্থা নেওয়া হয়। ব্যবহারকারীদের অভিযোগের পাশাপাশি, আরও কিছু বিষয়ের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ করা হয়। মূলত যে সব বিষয়ে জোর দেওয়া হয়, সেগুলি হল- হিংসামূলক কনটেন্ট, ভুল তথ্য, বেআইনি কোনও কাজ, হেনস্থামূলক আচরণ ইত্যাদি।

ব্যান করা হয়েছে ৭০ লক্ষ ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
Monsoon: অস্বস্তিকর গরমের আবহে সুখবর শোনালো হাওয়া অফিস, কেরলে বর্ষা ঢুকছে সময়ের আগেই, বঙ্গে কবে?
ব্যান করা হয়েছে ৭০ লক্ষ ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
২০২৪ সালের প্রথম তিনমাসেই ভারতে ৩৩ শতাংশ সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে: রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in