বঙ্গে কমেছে শীতের আমেজ। বাড়ছে পারদ। তার একটাই কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
ডিসেম্বরের শুরুতেই বঙ্গের বেশকিছু জেলায় পারদ বাড়ছে। ঠাণ্ডা কার্যত উধাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আনাদামান থেকে তা খুবই কাছে। আজই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। যদিও তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়বে। আগামী ২-৩ দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মাঝামাঝি স্থানে। ওই রাজ্যের প্রশাসনকে সতর্ক করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মৎস্যজীবীদের আগামী বেশ কয়েকদিন সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরে তামিলনাড়ুর ওপর দিয়ে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করবে ৮ ডিসেম্বর সকালে। মূলত দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি।
আগামী ৭-৯ ডিসেম্বর তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার মধ্যরাত থেকেই অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ৪০-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ বর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় পারদ কিছুটা উর্ধ্বমুখী। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন