Aditya-L1: আজই সূর্যের কাছে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে আদিত্য এল-১, তবে সামান্য ভুলেই বিপত্তি

People's Reporter: সূর্য ও পৃথিবীর মাঝে এল১ পয়েন্ট হল আদিত্য-এল১-এর গন্তব্য। সেখানে পৌঁছলে ইসরোকে ‘ফায়ার’ করতে হবে। অর্থাৎ সৌরযানটিকে ধাক্কা দিতে হবে অত্যন্ত সাবধানে। বিকেল ৪ টে নাগাদ হবে এই ‘ফায়ার’।
বিকেল ৪ টে নাগাদ সূর্যের কাছে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে Aditya-L1
বিকেল ৪ টে নাগাদ সূর্যের কাছে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে Aditya-L1 প্রতীকী ছবি
Published on

গত বছর চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ করিয়ে ইতিহাস তৈরি করেছিল ইসরো। চলতি বছরের শুরুতে আরও একটি সাফল্যের প্রহর গুণছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইতিমধ্যেই সূর্যের কাঙ্খিত কক্ষপথে পৌঁছে গিয়েছে ভারতের সৌরযান আদিত্য এল-১। আর বাকি এক ধাপ, তারপরই সাফল্য। তবে শেষ ধাপে সামান্য ভুল করলেই বিপত্তি। 

২০২৩ সালের আগষ্ট মাসে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ইতিহাস তৈরি করেছিল ভারতের চন্দ্রযান ৩। এরপর ওই বছর সেপ্টেম্বরে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় সৌরযান আদিত্য এল-১। ইসরোর তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সূর্য ও পৃথিবীর কক্ষপথে আগামী ৬ জানুয়ারি পৌঁছাবে আদিত্য এল-১। আজ শনিবার সেই বহু প্রতিক্ষীত দিনটি। ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছেন বিজ্ঞানীরা।

সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট হল আদিত্য-এল১-এর গন্তব্য। বিকেল ৪টে নাগাদ ল্যাগারেঞ্জ পয়েন্টের 'হেলো অরবিটে' পৌঁছবে আদিত্য-এল১। ওই পয়েন্টে সূর্য এবং পৃথিবী উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমান থাকে। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। এই গবেষণার ফলে সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

তবে তাতেও রয়েছে বিপদ। সামান্য ভুলের ফলে ধ্বংস হয়ে যেতে পারে সৌরযানটি। আদিত্য-এল১-এর যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম ধাপ অপেক্ষা করে আছে এল১ পয়েন্টে। সেখানে পৌঁছলে ইসরোকে ‘ফায়ার’ করতে হবে। অর্থাৎ সৌরযানটিকে ধাক্কা দিতে হবে অত্যন্ত সাবধানে, মেপে মেপে। যদি কিঞ্চিৎ ভুল করেন বিজ্ঞানীরা, তাহলে নিয়ন্ত্রণ ছাড়িয়ে বেরিয়ে যেতে পারে আদিত্য এল-১। সে ক্ষেত্রে সূর্যের দিকে আরও এগিয়ে যাবে সৌরযানটি। একসময় তা ধ্বংস হয়ে যাবে। ইসরোর আর কিছুই করার থাকবে না। আজ বিকেল ৪ টে নাগাদ হবে এই ‘ফায়ার’।

গত বছর ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটা থেকে সূর্যের কক্ষপথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সৌরযান আদিত্য এল-১। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর কাছে মোট পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে টান কাটিয়ে বেরিয়ে যায় সেটি। তারপর এত দিন সূর্যের দিকে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছিল সৌরযানটি। পথে কোনও বাধা আসেনি। ইতিমধ্যে, সূর্যের নানা রকম ছবি তুলে পাঠিয়েছে সৌরযানটি।

বিকেল ৪ টে নাগাদ সূর্যের কাছে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে Aditya-L1
Haryana Raid: হরিয়ানার প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা ইডির; উদ্ধার ৫ কোটি টাকা, সোনা, বিদেশী অস্ত্র
বিকেল ৪ টে নাগাদ সূর্যের কাছে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে Aditya-L1
Manoj Bajpayee: আসন্ন লোকসভা নির্বাচন প্রার্থী হচ্ছেন মনোজ বাজপেয়ী! শুরু জল্পনা, কী বললেন অভিনেতা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in