কর্মচারীদের জন্য নয়া সোশ্যাল মিডিয়া নীতি জারি করল ভারতের এডটেক জায়ান্ট বাইজুস (Byju’s)। এবার থেকে কোনও সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না কর্মীরা। সোশ্যাল মিডিয়াতে কোম্পানির ছবি, ভিডিও বা কোনও তথ্য শেয়ার করা যাবে না।
ব্যাঙ্গালোর ভিত্তিক এই কোম্পানি বৃহস্পতিবার তাদের প্রত্যেক কর্মচারীকে এই নয়া নীতি পাঠিয়ে জানিয়েছে, “যদি এই নীতির লঙ্ঘন হয়, সেক্ষেত্রে বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লোকসানের মুখ দেখার পর সম্প্রতি কোম্পানির কর্মব্যবস্থা ও পরিকাঠামোতে বিশেষ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সেই খবর যাতে কোম্পানির বাইরে সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে ফাঁস না হয়ে যায়, সেই জন্যই কর্মচারীদের জন্য এমন নীতিমালা জারি করা হয়েছে।
একেই কোম্পানির তহবিলে টানাটানি, তার উপর ঋণদাতাদের সঙ্গে চরম ঝামেলা, সব মিলিয়ে গত কয়েকমাস ধরেই ব্যাপক ক্ষতির মুখ দেখছিল বাইজুস। শেয়ার বাজারেও কোম্পানির দর পড়েছে। যার প্রভাব পড়েছে গোটা কোম্পানির বাজারদরেও। এরই মধ্যে মৃণাল মোহিতের জায়গায় কোম্পানির নয়া CEO হয়েছেন অর্জুন মোহন। তিনি এসেই বাইজুস-এর ডুবন্ত নৌকা বাঁচানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। সম্প্রতি ধাপে ধাপে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু কোম্পানির সাধারণ কর্মচারীরা যাতে কোম্পানি কর্তৃপক্ষের গোপন তথ্য ফাঁস না করে দেন সেই জন্যই তাঁদের জন্য নয়া সোশ্যাল মিডিয়া নীতি চালু করা হচ্ছে। বৃহস্পতিবার কোম্পানির জারি করা নির্দেশিকায় কর্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, “আপনারা কোনও সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না। ছবি, ভিডিও, স্ক্রিনশট-সহ কোম্পানির কোনোরকম গোপন তথ্য বাইরে ফাঁস করতে পারবেন না।” পাশাপাশি, বাইজুস তার কোডিং প্ল্যাটফর্ম ‘হোয়াইট হ্যাট জুনিয়র’কে বর্ধিত অফলাইন উপস্থাপক-সহ নতুন করে বাজারে লঞ্চ করতে চলেছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, বুধবারই কোম্পানির তরফে সংস্থার মোট ওয়ার্কফোর্সের ১১ শতাংশ বা প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। খরচ কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন