সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে Chandrayaan-3 অবতরণের ‘লাইভ সম্প্রচার’ দেখানোর নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ সভার আয়োজন করে চাঁদের মাটিতে চন্দ্রযানের অবতরণের লাইভ সম্প্রচার দেখানোর জন্য নির্দেশিকা জারি করেছে UGC-ও।
সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে Chandrayaan-3 অবতরণের ‘লাইভ সম্প্রচার’ দেখানোর নির্দেশ কেন্দ্রের
ছবি সৌজন্যে ইসরো টুইটার হ্যান্ডেল
Published on

আর কয়েকঘণ্টার অপেক্ষা। সব ঠিকঠাক চললে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে পা রেখে ইতিহাস গড়বে ভারতের চন্দ্রযান-৩। আর এই ঐতিহাসিক মুহূর্তের ‘লাইভ’ সম্প্রচার দেখানোর জন্য IIT ও IIM-সহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একটি বিশেষ সমাবেশ আয়োজন করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ওই বিশেষ সমাবেশের আয়োজন করে ছাত্র-ছাত্রীদের চাঁদের মাটিতে অবতরণের দৃশ্য ‘লাইভ’ দেখানো হয়, তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব কে. সঞ্জয় মূর্তি।

ওই চিঠিতে লেখা হয়েছে, “চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান-৩ এর অবতরণ একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের যুব সমাজের মনে এই ঘটনা শুধু কৌতূহলই জাগাবে না, তার সঙ্গে অজানার প্রতি অনুসন্ধিৎসাও বাড়াবে। পাশাপাশি, ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির পরাক্রম নিয়ে আমরা যখন একসঙ্গে এই সাফল্য উদযাপন করব, তখন যুব সমাজের মনে এই ঘটনা দেশ নিয়ে গর্ব ও আবেগের গভীর অনুভূতিও জাগিয়ে তুলবে। একইসঙ্গে, এই ঐতিহাসিক মুহূর্ত বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ভাবনের পরিবেশও গড়ে তুলতে সাহায্য করবে।”

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ সভার আয়োজন করে চাঁদের মাটিতে ভারতীয় চন্দ্রযানের অবতরণের লাইভ সম্প্রচার দেখানোর জন্য বুধবার একইরকম নির্দেশিকা জারি করেছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনও (UGC)।

প্রসঙ্গত, ২৩ আগস্ট বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে মসৃণ অবতরণ করবে ভারতের চন্দ্রযান-৩। বিকেল ৫টা ২০ মিনিট থেকে এই দৃশ্যের লাইভ টেলিকাস্ট করবে ইসরো। ২০১৯ সালে চন্দ্রযান-২ সফল না হলেও চন্দ্রযান-৩ এর অবতরণ নিয়ে ইসরোর বিজ্ঞানীরা যথেষ্ট আশাবাদী। সবকিছু ঠিক থাকলে এই অবতরণের পরেই আমেরিকা, রাশিয়া ও চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে ভারত।

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে Chandrayaan-3 অবতরণের ‘লাইভ সম্প্রচার’ দেখানোর নির্দেশ কেন্দ্রের
Chandrayaan-3: ‘সবকিছু হাতের বাইরে চলে গেলেও চন্দ্রযান-৩ নিরাপদে অবতরণ করবে’: আত্মবিশ্বাসী বিজ্ঞানী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in