ইতিহাসের সামনে দাঁড়িয়ে ইসরো। বুধবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। সফল ল্যান্ডিং-র আশায় রয়েছেন সমস্ত বিজ্ঞানী।
সবকিছু ঠিক থাকলে বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। অবতরণের দৃশ্যটি আগামীকাল বিকেল ৫টা ২০ মিনিট থেকে লাইভ টেলিকাস্ট করবে ইসরো।
ইসরো সূত্রে খবর, অবতরণের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। গতবারের ভুল যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষ নজর রেখেছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁদের দাবি, চন্দ্রযান-৩-র যন্ত্রাংশ বিকল হলেও ল্যান্ডার বিক্রমের অবতরণে কোনও সমস্যা হবে না। সেই ভাবেই তৈরি করা হয়েছে। বাড়তি নজর রাখতে হচ্ছে কারণ চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশ মহাকাশযান পাঠাতে পারেনি। ভারত তা করে দেখালে মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস সৃষ্টি হবে।
অন্যদিকে ল্যান্ডিং-র আগে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি পাঠিয়েছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা (LHDAC)। চাঁদের গায়ে বিভিন্ন গর্তের দৃশ্য প্রকাশ্যে এসেছে। সেই ছবি বিশ্ববাসীকে দেখানোর জন্য নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে ইসরো। ছবিটি তোলা হয় ১৯ অগাস্ট। চাঁদের ৭০ কিমি উপর থেকে ছবিটি তোলা হয়েছে বলেই জানিয়েছে ইসরো।
প্রসঙ্গত, চন্দ্রযান-২ এর মতো এবারও চাঁদের অন্ধকার দিকে মসৃণ অবতরণ করে রোভারের সাহায্যে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করাই মূল লক্ষ্য। ইসরোর বিজ্ঞানীরা যদি এবারে তাদের এই লক্ষ্যে সফল হন তাহলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর চাঁদে মসৃণ অবতরণের নিরিখে ভারত সেই তালিকায় বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জায়গা করে নেবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন