আবার নয়া বিতর্কে ChatGPT। টুইটার কর্তা এলন মাস্ক, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প সহ বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তিকে ‘বিতর্কিত’ বলে চিহ্নিত করেছে চ্যাটজিপিটি (ChatGPT)। আর, এই তালিকায় নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীরও।
রবিবার, টুইটারে একটি পোষ্ট করেছেন আইসাক ল্যাটারেল (Issac Latterell) নামে এক সমাজকর্মী। যেখানে তিনি এলন মাস্ককে ট্যাগ করে লিখেছেন, ‘বাইডেন এবং বেজোসকে নয়। ট্রাম্প, এলন মাস্ককে বিতর্কিত ও বিশেষ চিকিত্সার যোগ্য ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত করেছে ChatGPT। আমি আরও অনেক উদাহরণ পেয়েছি।'
তবে, আইসাক ল্যাটারেলের এই টুইটের প্রতিক্রিয়া কোনও শব্দ খরচ না করেননি এলন মাস্ক। তিনি কেবল ‘!!’ অর্থাৎ দুটি বিস্ময় সূচক চিহ্ন পোষ্ট করেছেন।
এই টুইট অনুসারে, ‘বিতর্কিত’ ব্যক্তি হিসাবে চ্যাটজিপিটি (ChatGPT)-র তালিকায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর নাম। এঁদের বিশেষ চিকিৎসার প্রয়োজন বলেও দাবি করেছে চ্যাটজিপিটি।
অন্যদিকে, ‘অ-বিতর্কিত’ ব্যক্তিদের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন (Jacinda Ardern), মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates), মার্কিন টক শো হোস্ট অপরাহ উইনফ্রে (Oprah Winfrey)।
গত সপ্তাহে আর্টিফিশিয়াল ইন্টিলিজ্যান্স (AI) নিয়ে সকলকে সতর্ক করেছিলেন মাস্ক। তিনি বলেছিলেন, সভ্যতার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হল AI। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র অবিশ্বাস্যভাবে উন্নতি হয়েছে, তা দেখিয়ে দিয়েছে ChatGPT।
একইসঙ্গে, মাস্ক বলেন, ‘এটির ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই দিকই খুবই দুর্দান্ত। এটি খুবই ক্ষমতাসম্পন্ন একটি প্রযুক্তি ব্যবস্থা।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন