দেশজুড়ে গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক পরিষেবা ব্যহত হয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের। মূলত ইউপিআই মাধ্যমে লেনদেনে সমস্যা দেখা দিয়েছে। র্যানসমওয়্যার হানায় ব্যাঙ্কিং পরিষেবা ভেঙে পড়েছে।
ভারতে প্রায় ৩০০টি ক্ষুদ্র ব্যাঙ্কে এই সমস্যা দেখা দিয়েছে। এই ব্যাঙ্কগুলি মূলত এসবিআই এবং টিসিএস-র যৌথ উদ্যোগ সি-এজ প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজার হাজার গ্রাহক ব্যাঙ্কে গিয়ে কাজ করাতে পারছেন না। সূত্রের খবর, আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র পক্ষ থেকে জানানো হয়, পেমেন্ট ব্যবস্থার উপর বৃহত্তর প্রভাব যাতে না পড়ে তা রোধ করতে NPCI সাময়িক সময়ের জন্য NPCI দ্বারা পরিচালিত খুচরো পেমেন্ট সিস্টেম অ্যাক্সেস করা থেকে সি-এজ প্রযুক্তিকে বিচ্ছিন্ন করেছে।
সাইবার বিশেষজ্ঞদের মতে, র্যানসমওয়্যার অ্যাটাক হলে কম্পিউটারের কাজ অত্যন্ত ধীর গতিতে হয়। সমস্ত তথ্য হ্যাকারদের কাছে চলে যাওয়ার আশঙ্কা থাকে। মেশিনে স্টোর করা গ্রাহকদের নাম, অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য হ্যাকারদের কাছে গেলে ভবিষ্যতে জালিয়াতির সম্ভাবনা থাকে। এখনই এই প্রভাব বোঝা যাবে না। তবে আগামী দিনে দেখা যাবে বড় ব্যাঙ্ক জালিয়াতি হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন