বিশ্বে সবথেকে বেশি সাইবার হামলার শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর, তারপরেই রয়েছে ভারত। তবে, এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে ভারত। বুধবার, এক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
২০২১ সালে হাক্যারদের নিশানায় ছিল ভারত। কিন্তু, গত বছর সাইবার হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৪.৩ শতাংশ।
জানা যাচ্ছে, ২০২১ সালে বিশ্বের মধ্যে ২০.৪ শতাংশ সাইবার হামলা হয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। আর, ২০২২ সালে সেই হামলার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৪.১ শতাংশ।
সাইবার-নিরাপত্তা সংস্থা ক্লাউডএসইকে (CloudSEK)-এর তথ্য অনুসারে এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে লক্ষ্য করে সাইবার হামলার মাত্রা বেড়েছে ২৬.৪ শতাংশ।
অন্যদিকে, অঞ্চল-ভেদে সাইবার হামলার পরিমাণ কিছুটা হলেও কমেছে উত্তর আমেরিকায়। ২০২১ সালে এই অঞ্চল দ্বিতীয় স্থানে ছিল, আর ২০২২ সালে তা তৃতীয় স্থানে নেমে এসেছে। অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউরোপ।
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউডএসইকে (CloudSEK)। এই সংস্থার এক নিরাপত্তা গবেষক জানিয়েছেন, '২০২২ সালে সাইবার আক্রমণে বৃদ্ধির সাথে সাইবার ক্রাইমের সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গোপনে নিষিদ্ধ কার্যকালাপের জন্য ম্যালওয়্যারের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে।'
ওই গবেষক আরও জানিয়েছেন, অসংখ্য নতুন র্যানসমওয়্যার গোষ্ঠীর উত্থান এবং পুরানোদের অধ্যবসায় র্যানসমওয়্যার আক্রমণের এক নতুন বৃদ্ধির দিকে পরিচালিত করেছে।
"বিভিন্ন দুর্বলতার সাথে জর্জরিত নতুন প্রযুক্তির কারণে বৈদ্যুতিক গাড়ির মতো সেক্টরগুলিতে হুমকি বেড়েছে" বলে জানিয়েছেন ওই গবেষক।
র্যানসমওয়্যার আক্রমণ সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে সর্বনিম্ন সাধারণ (০.৩ শতাংশ) থেকে ২০২২ সালে তৃতীয় সর্বাধিক সাধারণ (৮ শতাংশ) হয়ে গেছে।
২০২২ সালে অনেক নতুন র্যানসমওয়্যার অপারেটর আবির্ভূত হয়েছে, যখন কিছু বিশিষ্ট র্যানসমওয়্যার গ্রুপ তাদের নতুন সংস্করণ চালু করেছে (যেমন লকবিট ৩.০)।
২০২১ সালে বিশ্বব্যাপী সরকারী সেক্টরের উপর আক্রমণের পরিমাণ ছিল ৪.১ শতাংশ, যা ২০২২ সালে বেড়ে ১২.১ শতাংশে পৌঁছেছে।
আইটি এবং প্রযুক্তি, ই-কমার্স, এবং মিডিয়া, বিনোদন এবং বিপণন শিল্পগুলির ক্ষেত্রে আক্রমণের সংখ্যা কমলেও লক্ষ্যযুক্ত শীর্ষ ১০টি শিল্পের মধ্যে রয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন