Cyclone Michaung: মঙ্গলে 'মিগজাউম' অন্ধ্র ও তামিলনাড়ুতে, আছড়ে পড়ার সময় গতিবেগ কত?

People's Reporter: অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ুর উত্তর ভাগে আগামী ৫ ডিসেম্বর, মঙ্গলবার আছড়ে পড়বে মিগজাউম। চেন্নাইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস।
Cyclone Michaung: মঙ্গলে 'মিগজাউম' অন্ধ্র ও তামিলনাড়ুতে, আছড়ে পড়ার সময় গতিবেগ কত?
প্রতীকী ছবি - সৌজন্যে উইকিপিডিয়া
Published on

আগামী মঙ্গলবার দক্ষিণ ভারতের দুই রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় তামিলনাড়ুর নেল্লোর এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের মধ্যে ৮০-৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি এখন পুদুচেরি থেকে ৪৪০ কিমি পূর্ব এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। ক্রমশ শক্তি বাড়াচ্ছে মিগজাউম। আপাতত বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর অবস্থান করছে এটি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর সেটি অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ুর উত্তর ভাগে আগামী ৫ ডিসেম্বর, মঙ্গলবার আছড়ে পড়বে। তবে চেন্নাইয়ের উপর সরাসরি প্রভাব না পড়লেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস।

 এই ঘূর্ণিঝড়ের জেরে বাড়তি সর্তকতা অবলম্বন করে ৩-৬ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু থেকে ১১৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। চেন্নাইয়ের আবহাওয়া দফতরের সহ-অধিকর্তা এস বালাচন্দ্রন জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর উপকূলীয় এলাকা ও পদুচেরীর বেশ কিছু জায়গায় রবিবার রাত থেকেই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অন্ধ্রপ্রদেশেও রবিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সোমবার এবং মঙ্গলবার উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, সোমবার থেকে বুধবারের মধ্যে ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের জেরে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিনলাড়ুতে।

Cyclone Michaung: মঙ্গলে 'মিগজাউম' অন্ধ্র ও তামিলনাড়ুতে, আছড়ে পড়ার সময় গতিবেগ কত?
Assembly Polls 23: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এগিয়ে বিজেপি, কংগ্রেসের মান বাঁচালো তেলেঙ্গানা
Cyclone Michaung: মঙ্গলে 'মিগজাউম' অন্ধ্র ও তামিলনাড়ুতে, আছড়ে পড়ার সময় গতিবেগ কত?
৯ ডিসেম্বর ১০০০ দিনে পা চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ, সমর্থন জানিয়ে মিছিলের ডাক CPIM-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in