Koo: মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম 'কু' অধিগ্রহণ করতে চলেছে ডেইলিহান্ট

People's Reporter: ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় কু। বেঙ্গালুরু ভিত্তিক Bombinate Technologies এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে। শুরুতে বলা হয় এলন মাস্ক-এর এক্স-এর ভারতীয় সংস্করণ হয়ে উঠবে এই সংস্থা।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি আইএএনএস এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

হাতবদল হচ্ছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু-র (Koo)। টেকক্রাঞ্চ-এর এক রিপোর্ট অনুসারে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অধিগ্রহণ করতে চলেহে ডেইলিহান্ট। প্রতিবেদন অনুসারে, এই সংস্থার বেশ কিছু শেয়ার অধিগ্রহণ করবে ডেইলিহান্ট এবং আগামী কয়েক সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হবে।

২০২০ সালে প্রতিষ্ঠিত হয় কু। বেঙ্গালুরু ভিত্তিক বোম্বিনেট টেকনোলজিস (Bombinate Technologies) এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে। এই সংস্থার প্রতিষ্ঠাতা অপ্রমেয় রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিদায়ক্তা। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুরর সময় বলা হয়েছিল এলন মাস্ক-এর এক্স-এর ভারতীয় সংস্করণ হয়ে উঠবে এই সংস্থা।

গত বছরের সেপ্টেম্বর মাসে মায়াঙ্ক বিদায়ক্তা জানিয়েছিলেন, কু এরকম কোনও সহযোগী খুঁজছে যারা কোম্পানির বিপণনের দিকটি ভালোভাবে পরিচালনা করতে পারবে এবং কু-কে বাড়তে সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে গত বছরের এপ্রিল মাসে নিজেদের কর্মীবাহিনীর ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কু। ওইসময় বলা হয়েছিল বিশ্বব্যাপী কর্মী সংকোচনের প্রভাবে সংস্থাকেও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে।

সংস্থাটি আইএএনএসকে বলেছিল যে সমস্ত আকারের ব্যবসার জন্য এই সময়কালটি দেখার জন্য দক্ষ এবং রক্ষণশীল পদ্ধতি গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

ছবি প্রতীকী
Google AI: 'মোদী কি ফ্যাসিস্ট?' গুগল AI টুল জেমিনির পক্ষপাতদুষ্ট উত্তরে রুষ্ট কেন্দ্রীয় মন্ত্রক
ছবি প্রতীকী
Byju's: আর্থিক তছরুপের অভিযোগে বাইজুস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে জারি লুক আউট নোটিশ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in