Delhi: দীপাবলির আগেই দিল্লির বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক, চিন্তায় প্রশাসন

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্যানুযায়ী বায়ুদূষণের পরিমাণকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত রিডিং হলে সেটি ভালো। ৫১-১০০ পর্যন্ত সন্তোষজনক।
দিল্লির বায়ুদূষণ
দিল্লির বায়ুদূষণফাইল ছবি সংগৃহীত
Published on

দীপাবলির বাকি আর মাত্র এক সপ্তাহ। আর এরই মধ্যে দিল্লির বায়ুদূষণের মাত্রা নিয়ে বেশ চিন্তিত পরিবেশবিদরা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের (AQI) রিডিং অনুযায়ী রাজধানীর একাধিক এলাকায় বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের তরফ থেকে রবিবার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ছয়দিন বায়ুর পরিস্থিতি এমনই থাকবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে আনন্দ বিহারের AQI রিডিং সোমবার রেকর্ড করেছে। ৪২৮ রিডিং নিয়ে বর্তমানে 'বিপজ্জনক' অবস্থায় আছে দিল্লির এই শহর।

এর পাশাপাশি, প্রতাপগঞ্জ (২৫১), জওয়াহরলাল নেহেরু স্টেডিয়াম (২৪৭), আইজিআই এয়ারপোর্ট (২৪২), আইটিও (২৫০), নেহেরু নগর (২৫২), আর কে পুরম (২৬৮) এবং সিরি ফোর্ট (২১৩)-এর রিডিংও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্যানুযায়ী বায়ুদূষণের পরিমাণকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত রিডিং হলে সেটি ভালো। ৫১-১০০ পর্যন্ত সন্তোষজনক। ১০১-২০০ রিডিং উঠলে সেই অঞ্চল মাঝারি মাপের বলে ধার্য হবে। ২০১-৩০০ হলে তাকে উদ্বেগজনক বলে চিহ্নিত করা হবে। ৩০১ থেকে ৪০০ খুবই গুরুতর এবং ৪০১-৫০০ রিডিং হলে সেটা বিপজ্জনক বলে বিবেচিত হবে।

ইতিমধ্যে, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন রবিবার জানায় দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্য সরকারকে সতর্ক হতে হবে। নিয়ম মেনে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-র স্টেজ-১ এর অধীনে কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়াও বলা হয়েছে ধূলিকণা কমানো ও উপযুক্ত পরিবেশ গঠনের দিকে বেশি করে নজর দিতে হবে।

উল্লেখ্য, বায়ুদূষণের কথা মাথায় রেখে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজি উৎপাদন, বিক্রি এবং ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই একথা জানান। এছাড়াও অনলাইনে বাজি কেনাবেচা করা যাবেনা বলেও তিনি ঘোষণা করেন।

দিল্লির বায়ুদূষণ
Facebook: হঠাৎ ঝড়ের গতিতে কমে গেল ফলোয়ার সংখ্যা, বাদ গেল না জুকারবার্গও! কিন্তু কেন?
দিল্লির বায়ুদূষণ
Covid-19: করোনার টিকা আর কিনবে না সরকার, বাজেটের ৪২৩৭ কোটি টাকা ফেরত যাচ্ছে অর্থ দপ্তরে
দিল্লির বায়ুদূষণ
Social Media: ৭৭% নাবালক ভুয়ো জন্ম তারিখ দেখিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে - রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in