এবার সমস্ত ফ্যাক্ট চেকিং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে কেন্দ্রের বৈধতা অর্জন করতে হবে, এমনটাই দাবি করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে। সদ্য প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের আসন্ন ডিজিটাল ইন্ডিয়া বিল-এর অধীনে এবার থেকে অনলাইন মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মগুলির সরকারি বৈধতা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।
সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমকে কেন্দ্রের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “কেন্দ্রীয় মন্ত্রণালয়ে ডিজিটাল ইন্ডিয়া বিলের খসড়া প্রায় তৈরি হয়েই এসেছে। এই গোটা প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে শুধুমাত্র সর্বাধিক পরিচিত ও বহুল প্রচারিত ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলিকে সরকারের থেকে বৈধতা চেয়ে আবেদন করার অনুমতি দেওয়া হবে।”
অপরিচিত এবং নতুন ফ্যাক্ট চেকিং কোম্পানিগুলিকে সরকারের তরফে বৈধতা না দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
উল্লেখ্য, ডিজিটাল সংবাদ মাধ্যমগুলিতে প্রতিদিন যে হাজার হাজার খবর প্রচারিত হয়, সেই খবরগুলির সত্যতা যাচাই করে কিছু ফ্যাক্ট চেকিং ডিজিটাল প্ল্যাটফর্ম। তাদের কাজ ডিজিটাল মাধ্যমের প্রত্যেকটি খবর নিয়ে তদন্ত করে সেগুলি আদৌও সত্যি কি না তা নিশ্চিত করা এবং পাঠকের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া। এর ফলে সাধারণ পাঠক ‘সত্যি’ খবর ও ‘ভুয়ো’ খবরের মধ্যে পার্থক্য করতে পারেন এবং ‘ভুয়ো’ খবর ছড়ানো থেকে বিরত থাকেন। এবার সেই প্ল্যাটফর্মগুলিকে কেন্দ্রীয় সরকারের থেকে বৈধতা অর্জন করতে হবে সূত্রের খবর।
সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনলাইন মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম, ফ্যাক্ট চেকিং অনলাইন পোর্টালগুলির শ্রেণি বিভাজন করার কথা ভাবছে কেন্দ্র। এছাড়াও সরকারের অধীনে থাকা এধরণের কোম্পানিগুলির জন্য কিছু নির্দিষ্ট নিয়ম তৈরি করে দিতে চায় কেন্দ্র। গত জানুয়ারি মাসেই কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, মধ্যস্থতাকারী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড ২০২১-এর অধীনে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-সহ মধ্যস্থতাকারী যেকোনও প্ল্যাটফর্মের কোনও খবরকে ‘ভুয়ো খবর’ বলে চিহ্নিত করলে সেই সংবাদ ওই নির্দিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন