অ্যালোপ্যাথি নিয়ে যোগগুরু রামদেবের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশজুড়ে 'কালা দিবস' পালন করছেন চিকিৎসকরা। বিভিন্ন মেডিক্যাল সংগঠন রামদেবের মন্তব্যকে "অসংবেদনশীল এবং অবমাননাকর" বলে অভিহিত করে "প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার" দাবি তুলেছে।
"রামদেবের মন্তব্যের বিরুদ্ধে এখনও কেন সরকার পদক্ষেপ নেয়নি?", এই প্রশ্ন তুলে গত ২৯ মে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (FORDA) এক বিবৃতিতে ১ জুন কালা দিবস হিসেবে পালন করার আহ্বান জানায়। তাদের এই দাবিকে সমর্থন করে এগিয়ে আসে দেশের অন্যান্য চিকিৎসক সংগঠনগুলো।
FORDA-র সভাপতি ডঃ মণিষ জানিয়েছেন, এই প্রতিবাদ আয়ুর্বেদের বিরুদ্ধে নয়, রামদেবের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, "আমরা রামদেবের সাথে কোনো ধরনের বিতর্কে যেতে চাইছি না। উনি কে? এই মহামারী পরিস্থিতিতে দিনরাত কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। এঁদের অনেকেই প্রাণ হারিয়েছেন। আর উনি ভাবছেন এই সময় কীভাবে নিজের ব্যবসা করা যায়। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেকোনো পর্যায়ে যেতে রাজি, আদালতেও যেতে পারি।"
দেশের শীর্ষ মেডিক্যাল সংস্থা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কালা দিবস পালন করা হলেও রোগীদের পরিষেবা ব্যাহত হবে না।
প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাঁকে অ্যালোপ্যাথি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। তিনি বলেন, অ্যালোপ্যাথি একটি স্টুপিড সায়েন্স। DCGI অনুমোদিত রেমডেসিভির, ফ্যাভি ফ্লু এবং অন্যান্য ওষুধগুলো করোনা রোগীদের সুস্থ করে তুলতে ব্যর্থ হয়েছে। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে লক্ষ লক্ষ রোগীর মৃত্যু হয়েছে। আধুনিক চিকিৎসকরা খুনি।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের চিকিৎসক মহলে। মহামারী আইনে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন চিকিৎসকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন