অ্যামাজোনিয়া-১, ই-গীতা, প্রধানমন্ত্রী মোদীর ছবি নিয়ে মহাকাশে পাড়ি ISRO-র রকেটের

ভগবত গীতা ও প্রধানমন্ত্রীর ছবি রাখা প্রসঙ্গে ইসরোর বক্তব্য, ‘যেহেতু স্যাটেলাইটটি আত্মনির্ভর ভারত মিশনের অধীনে তৈরি করা হয়েছে তাই নরেন্দ্র মোদির ছবি লাগানো হয়েছে। একই কারণে ভগবত গীতার ছবিও রাখা হয়েছে।’
অ্যামাজোনিয়া-১, ই-গীতা, প্রধানমন্ত্রী মোদীর ছবি নিয়ে মহাকাশে পাড়ি ISRO-র রকেটের
ছবি সংগৃহীত
Published on

মহাকাশে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যদিও সশরীরে হাজিরা দেননি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দৌলতে মহাকাশে পৌঁছচ্ছে মোদির ছবি। আজ সকাল ১০টা ২৪ মিনিটে শ্রীহরিকোটা থেকে ১৯টি স্যাটেলাইট নিয়ে PSLV-C51 মহাকাশে পাড়ি দিল। এটিই ইসরোর প্রথম বাণিজ্যিক অভিযান। এই ১৯টি স্যাটেলাইটের মধ্যে আছে ব্রাজিলের অ্যামাজোনিয়া ১। এই প্রথম ভারতের মাধ্যমে ব্রাজিলের কোনও স্যাটেলাইট লঞ্চ হল। অ্যামাজোনিয়া ১-এর ওজন ৬৩৭ কেজি। স্যাটেলাইট লঞ্চের সময় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে ছিলেন ইসরোর প্রধান কে শিবন ও ব্রাজিলের প্রতিনিধি দল।

বাকি লঞ্চ হওয়া ১৮টি স্যাটেলাইটের মধ্যে আছে চেন্নাইয়ের স্পেস কিডজ ইন্ডিয়ার (SKI) সতীশ ধওয়ান স্যাট (SD SAT)। এর শীর্ষ প্যানেলেই লাগানো আছে প্রধানমন্ত্রীর ছবি। আছে ভগবত গীতার ছবিও।

ভগবত গীতা ও প্রধানমন্ত্রীর ছবি রাখা প্রসঙ্গে ইসরোর বক্তব্য, ‘যেহেতু স্যাটেলাইটটি আত্মনির্ভর ভারত মিশনের অধীনে তৈরি করা হয়েছে, তাই নরেন্দ্র মোদির ছবি লাগানো হয়েছে। একই কারণে ভগবত গীতার ছবিও রাখা হয়েছে।’

ISRO-এর এই অভিযানে ট্যুইটারে অভিনন্দনের বন্যা বইছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in