Lay Off: প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল এডটেক জায়ান্ট Byju’s

People's Reporter: বিভিন্ন কারণে বাজারে কোম্পানির দর পড়ে যাওয়ার পরেই কোম্পানি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বিভিন্ন কারণে কোম্পানির কর্মক্ষমতার পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য গোটা কর্মী বাহিনীর ১১ শতাংশ বা প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ভারতীয় শিক্ষামূলক টেক জায়ান্ট বাইজুস (Byju’s)। সাম্প্রতিক অতীতে একসঙ্গে এত বিশাল সংখ্যক কর্মীকে কখনও ছাঁটাই করেনি তারা। বিভিন্ন কারণে শেয়ার বাজারে কোম্পানির দর পড়ে যাওয়ার পরেই কোম্পানি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

একেই কোম্পানির তহবিলে টানাটানি, তার উপর ঋণদাতাদের সঙ্গে চরম ঝামেলা, সব মিলিয়ে গত কয়েকমাস ধরেই ব্যাপক ক্ষতির মুখ দেখছিল ভারতীয় এডটেক জায়ান্ট বাইজুস। শেয়ার বাজারেও কোম্পানির দর পড়েছে। যার প্রভাব পড়েছে গোটা কোম্পানির বাজারদরেও। এরই মধ্যে কোম্পানির প্রাক্তন CEO (Chief Executive Office) মৃণাল মোহিতের জায়গায় নয়া CEO হয়েছেন অর্জুন মোহন। আর তিনি এসেই বাইজুস-এর ডুবন্ত নৌকা বাঁচানোর জন্য বেশ কয়েকটি বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। সূত্রের খবর, বিশাল পরিমাণের কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত সেই পদক্ষেপেরই অংশ।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সংস্থা থেকে ধাপে ধাপে কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, সেই সংখ্যা নিয়ে কোম্পানির মুখপাত্র স্পষ্ট কিছু না জানালেও সূত্রের খবর, প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাই হতে চলেছেন।

এই প্রসঙ্গে কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, “কোম্পানির খরচ কমিয়ে অর্থপ্রবাহ ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য এবং কর্মব্যবস্থা আরও সরলীকৃত করার জন্য কোম্পানির ওয়ার্কফোর্স পরিকাঠামোতে কিছু বদল আনা হচ্ছে। সেই প্রক্রিয়ার একদম শেষ ধাপে রয়েছি আমরা। কোম্পানির নতুন সিইও অর্জুন মোহন আগামী কয়েকসপ্তাহের মধ্যে নিজে দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়া শেষ করে কোম্পানির ভবিষ্যৎকে একটি নয়া পুনর্গঠিত ও স্থায়ী কর্মব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবেন।”

ছবি প্রতীকী
Lay Off: মেটা-য় তৃতীয় দফার ছাঁটাইয়ে কর্মহীন ৬ হাজার, কোপ ভারতীয় কর্মীদের ওপরেও
ছবি প্রতীকী
Lay Off: আমেরিকায় বাড়ছে বেকারত্ব! ফের কয়েকশো কর্মী ছাঁটাই করলো গুগল প্যারেন্ট অ্যালফাবেট
ছবি প্রতীকী
Lay Off: ২০২৩-এর প্রথম ৫ মাসেই বিশ্বজুড়ে ছাঁটাই প্রায় ২ লক্ষ কর্মী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in