ফের মোদী সরকারের নিশানায় এলন মাস্কের মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এর একাধিক পোস্ট ও বেশ কিছু অ্যাকাউন্ট। বুধবার গভীর রাতে করা এক ট্যুইটে এমনই দাবি করেছে এক্স। এক্স-এর দাবি, অতি দ্রুত সেই সমস্ত পোস্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের নির্দেশ মানার পাশাপাশি ওই নির্দেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এলন মাস্কের সংস্থা এক্স (প্রাক্তন ট্যুইটার)।
এক্স-এর তরফে বলা হয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকায় এক্স-মাধ্যমে থাকা কিছু পোস্ট তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা এবং জেল হেফাজতেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এক্স মাধ্যম আরও জানিয়েছে, ভারত সরকারের নির্দেশ মেনে আমরা শুধুমাত্র ভারতের জন্য এই সমস্ত পোস্ট মুছে দেবো। তবে জরিমানা বা জেলের যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমরা তার বিরোধিতা করছি। কারণ এটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপের সমান।
পাশাপাশি এক্স জানিয়েছে, এই ধরণের অভিযোগের ভিত্তিতে আমাদের আগের অবস্থানই বজায় রয়েছে। এর আগেও ভারত সরকার অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল। সেই মামলা এখনও আদালতে ঝুলে আছে। আমরা আমাদের নিয়ম অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নোটিশ জারি করেছিলাম। আইনি কারণে ভারত সরকারের এই নোটিশ প্রকাশ্যে আনা যায়নি। কিন্তু আমরা সবকিছুতেই স্বচ্ছতা বজায় রাখতে চাই। তাই যত দ্রুত সম্ভব সমস্ত সমস্যার সমাধান করতেই উদ্যোগী।
প্রসঙ্গত, ২০২১ সালে দিল্লি সীমান্তের কাছে কৃষক আন্দোলনের সময় তৎকালীন ট্যুইটারে বেশ কয়েকটি ‘আপত্তিজনক’ ট্যুইট ও ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। যার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন ট্যুইটার। কর্ণাটক হাইকোর্ট কেন্দ্রের বিরুদ্ধে এলন মাস্কের কোম্পানির করা আবেদন খারিজ করে দেয় এবং কেন্দ্রীয় সরকারের আদেশ না মানায় ট্যুইটারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন