Data Breach: কমপক্ষে ১ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর গোপন তথ্য ফাঁস - দাবি গবেষক সংস্থার

People's Reporter: সাইবারপিস-এর পক্ষ থেকে বলা হয়েছে, “এই তথ্যের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর পুরো নাম, প্রোফাইল, ই-মেল, ফোন নাম্বার এবং তিনি কোথাকার বাসিন্দা সেই সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে।”
ছবি- প্রতীকী
ছবি- প্রতীকী ছবি সংগৃহীত
Published on

আরও একবার ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয় তথ্য প্রকাশ্যে এসে গেল। চাঞ্চল্যকর এই দাবি করেছে সাইবার সিকিউরিটি গবেষকরা। এক ডাটা ব্রিচ ফোরামে দাবি করা হয়েছে কমপক্ষে ১ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর যাবতীয় গোপন তথ্য ফাঁস হয়ে গেছে।

নয়াদিল্লি ভিত্তিক নন প্রফিট অর্গানাইজেশন (NGO) সাইবারপিস-এর (CyberPeace) পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “এই তথ্যের মধ্যে ফেসবুক (মেটা) ব্যবহারকারীর পুরো নাম, প্রোফাইল, ই-মেল, ফোন নাম্বার এবং তিনি কোথাকার বাসিন্দা সেই সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে।”

সাইবারপিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই বিষয়ে এখনও পর্যন্ত মেটা কোনও মন্তব্য করেনি। ওই সংস্থা আরও জানিয়েছে, যেসব ব্যবহারকারীর গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, তাঁরা সাইবার আক্রমণ, সাইবার জালিয়াতির শিকার হতে পারেন।

গোপন তথ্য ফাঁসের বিষয়ে গবেষকরা জানিয়েছেন, ব্যবহারকারীদের গোপন এই তথ্য কোনও সাইবার অপরাধী গ্রুপ অথবা কোনও হ্যাকার ফাঁস করেছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।

গবেষকরা আরও জানান, ফেসবুক (মেটা) তথ্য সুরক্ষা বজায় না রাখতে পারলে সংস্থার সুনাম ক্ষতিগ্রস্ত হবে এবং এই ঘটনা ব্যবহারকারীর বিশ্বাসকে প্রভাবিত করবে।

ফেসবুক (মেটা)-র এই তথ্য ফাঁসের ঘটনা ডিজিটাল স্পেসে সাইবার হুমকির বর্তমান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরেছে।

গবেষকরা বলেছেন, এই ঘটনা প্রমাণ করে যে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত এবং জনসাধারণের আস্থা বজায় রাখার জন্য সংস্থাগুলির ক্রমাগত তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থাগুলিকে উন্নত এবং শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ছবি- প্রতীকী
Facebook: প্যালেস্তিনিয়দের বিরুদ্ধে হিংসার আহ্বান জানানো বিজ্ঞাপনে অনুমোদন - অভিযুক্ত ফেসবুক
ছবি- প্রতীকী
Lay Off: এক ধাক্কায় ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই Facebook-এ, ঘোষণা জুকারবার্গের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in