আর ‘ফ্রি’ নয় ফেসবুক (facebook) ও ইনস্টাগ্রাম (Instagram)। টুইটার কর্তা এলন মাস্কের পথে মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।
চলতি সপ্তাহেই ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন ফেসবুক। এর ফলে প্রতি মাসে নির্দিষ্ট ফি প্রদান করে ফেসবুক প্রোফাইলে ‘ব্লু টিক’ ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা পাওয়া যাবে। রবিবার, এই ঘোষণা দিয়েছেন মার্ক জুকারবার্গ।
ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘এ সপ্তাহের শুরুতে আমরা সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ভেরিফায়েড’ চালু করতে যাচ্ছি। এর ফলে সরকারী পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু টিক ব্যাজ, সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে। আমাদের এই সেবা গ্রাহকের বিশ্বাসযোগ্যতা ও সুরক্ষা বাড়াবে।‘
একইসঙ্গে, তিনি জানিয়েছেন, ‘মেটা ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১২ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- ৯২২ টাকা) এবং আইওএস সংস্করণে ১৫ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়- ১২৪০ টাকা) ব্যয় করতে হবে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ সেবা এ সপ্তাহেই চালু হবে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশে এটি চালু করা হবে।‘
ভেরিফায়েড অ্যাকাউন্টগুলির কী হবে?
মেটার তরফে জানানো হয়েছে, যেসকল ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি ইতিমধ্যেই ভেরিফায়েড, তাতে আপাতত কোনও বদল আসবে না। অর্থাৎ যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ব্লু টিক রয়েছে, তাদের ব্যাজ কেড়ে নেওয়া হবে না। একইসঙ্গে পেইড ভেরিফিকেশন পরিষেবায় এবার থেকে ১৮ বছরের উর্ধ্বের ব্যবহারকারীদেরই কেবলমাত্র সাবস্ক্রাইব করতে দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে সর্বজনীন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হয়ে ওঠে ফেসবুক। এ সময় ফেসবুককে সকলের জন্য উন্মুক্ত করে দেয় মার্ক জুকারবার্গ। বলা হয় – ফেসবুক সকলের জন্য ফ্রি। কিন্তু, ২০১৯ সালের পর নীরবে সেই শ্লোগান থেকে সরে আসে ফেসবুক।
অন্যদিকে, ২০২২ সালে প্রথমবার বিজ্ঞাপন থেকে আয় হ্রাস পেয়েছে মেটার। এবার, সেই ক্ষতি পূরণে টুইটার কর্তা এলন মাস্কের পথে হাঁটার ঘোষণা দিয়েছেন জুকারবার্গ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন