IMD Report: ১২২ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি, মার্চে তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগে মার্চ মাসকে বসন্তকাল হিসাবে ধরা হত। তবে এই বছর অর্থাৎ ২০২৩ সালে এই বসন্তের মাসে চড়বে তাপমাত্রার পারদ।
IMD Report: ১২২ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি, মার্চে তাপপ্রবাহের পূর্বাভাস
ছবি - প্রতীকী
Published on

গরমে রেকর্ড গড়ল- ২০২৩ সালের ফেব্রুয়ারি। ১২২ বছরের ইতিহাসে ফেব্রুয়ারি মাস ছিল উষ্ণতম। ১৯০১ সাল থেকে ফেব্রুয়ারিতে এত গরম দেখা যায়নি কখনও।

মঙ্গলবার, ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দিনের বেলায় সর্বোচ্চ গড় তাপমাত্রা (Temperatures) ছিল স্বাভাবিকের থেকে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবার, রাতের তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় ০.৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এক প্রেস ব্রিফিংয়ে, আইএমডি জানিয়েছে, ফেব্রুয়ারিতে উত্তর ও উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশে এই সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে।

শুধু ফেব্রুয়ারিই নয়, এ বছর তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতের কিছু আংশে চলতি বছরের মার্চ থেকে মে মাসে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে।

এছাড়াও মধ্য ভারতে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় প্রবল তাপমাত্রার জেরে অতিষ্ট হওয়া তো আছেই, নিস্তার নেই রাতেও। বলা হয়েছে, গরমের দাপট রাতের বেলাতেও কিছু কম থাকবে না। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগে মার্চ মাসকে বসন্তকাল হিসাবে ধরা হত। তবে এই বছর অর্থাৎ ২০২৩ সালে এই বসন্তের মাসে চড়বে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদের অনুমান, মার্চ থেকে মে মাসের মধ্যে- দক্ষিণ ভারত বাদে ভারতের প্রায় সর্বত্রই স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে।

একইসঙ্গে, চলতি বছরে সারা দেশে বৃষ্টিপাতের গড়, স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, মার্চ মাসে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা, পশ্চিম-মধ্য ভারত এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে, পূর্ব-মধ্য ভারত এবং উত্তর-পূর্ব ভারতের সামান্য কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

IMD Report: ১২২ বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি, মার্চে তাপপ্রবাহের পূর্বাভাস
Climate Change: মহাসঙ্কট, ২০৩০ সালের মধ্যে অনাহারে দিন কাটাবে ৯ কোটি ভারতবাসী - রিপোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in