গৃহস্থালীর প্রেসার কুকারের গুণমানে ভেজাল। নিম্নমানের প্রেসার কুকার বিক্রির জন্য ফ্লিপকার্টকে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা।
কেন্দ্রীয় ক্রেতা-সুরক্ষা দপ্তর ফ্লিপকার্টের বিরুদ্ধে নিয়মলঙ্ঘনের একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে অভিযুক্ত ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট প্রেসার-কুকারের মান নিয়মানুযায়ী বিক্রি করছে না। যার জেরে ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ফ্লিপকার্টকে।
ক্রেতা সুরক্ষা দপ্তরের কমিশনার নিধি খাড়ে বলেন, ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে ফ্লিপকার্টকে ৫৯৮ টি প্রেসার কুকার সম্পর্কে অবগত করা হয়। ঐ সমস্ত প্রেসার কুকারগুলি অনলাইনে বিক্রি করে ফ্লিপকার্ট। যে সমস্ত ক্রেতা ঐ প্রেসার কুকার কেনেন তাঁদেরকে অবিলম্বে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া ৪৫ দিনের মধ্যে একটি সম্মতি পত্র জমা দিতে হবে।
গৃহস্থালীর প্রেসার কুকারের গুণমান ২০২১-র ১ ফেব্রুয়ারিতেই নির্ধারণ করা হয়। তাতে একটি প্রেসার কুকারের গুণমান হওয়া উচিত IS 2347:2017। এই নিয়ম মেনেই অফলাইন বা অনলাইন সব ক্ষেত্রেই কুকার বিক্রি করতে হবে। তা লঙ্ঘন করলে গুনতে হবে জরিমানা।
অন্যদিকে ফ্লিপকার্ট স্বীকার করেছে তারা প্রেসার কুকার বিক্রি করে ১ লক্ষ ৮৪ হাজার ২৬৩ টাকা আয় করেছে। ফ্লিপকার্টের বাণিজ্য-র ওপর ক্রেতা সুরক্ষা দপ্তর নজর রেখেছে। ই-কমার্স সংস্থাটি প্রেসার কুকার বিক্রি করে প্রচুর লাভ করছে। কিন্তু একইভাবে তাদের উচিত ক্রেতাদের সুরক্ষার দিকটাও খতিয়ে দেখা।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের গুণমান পর্যবেক্ষণ করে। যাতে ক্রেতারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হয়। এছাড়াও সরকারের পক্ষ থেকে গুণমান সংক্রান্ত বিভিন্ন চিহ্নের ব্যবহারের দিকেও কড়া নজর দেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন